ভারত

ভারতবর্ষের রাফালের কিছু করতে পারবে না চীন

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে থাকা রাফালে যে পৃথিবীর বাকি দেশ গুলির হাতে থাকা রাফালে গুলির থেকে আলাদা তা আর নতুন করে কিছু বলার নেই, তবে অনেকেই হয়ত জানেনা যে বায়ুসেনার হাতে থাকা রাফালেটি ফ্রান্সের রাফালের থেকেও উন্নত। যুদ্ধবিমানটি যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দেবে, কারন ভারতের হাতে থাকা রাফালেটি ৩৬০ ডিগ্রী কভারেজ দিতে সক্ষম।

ভারতের রাফালের দুটি ইঞ্জিনের মাঝখানে তলার দিকে চারকোনা ব্লক রয়েছে। এটি আসলে স্পেকট্পা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইটের এ্যন্টেনা। সবথেকে বড় ব্যাপার হল সাধারণ রাফালে অর্থাৎ ফ্রান্স, মিশর, কাতার বা আপকামিং গ্রীসের রাফাল গুলিতে এরকম এ্যন্টেনা সারা বডিতে তিন জায়গায় রয়েছে। দুটি দুই এয়ার-ইন্টেকের দেওয়ালে। আর একটি পিছনের সোজা হয়ে দাড়িয়ে থাকা ভার্টিকাল স্ট্যবিলাইজারের ওপরে। তবে বায়ুসেনার হাতে থাকা রাফালে এই তিনটি ছাড়াও নিচে অতিরিক্ত একটি এ্যন্টেনা রয়েছে যা যুদ্ধবিমানটিকে ৩৬০ডিগ্রী কভারেজ পেতে সুবিধা দেয়।

আর এই জন্য ভারতের রাফাল এফ-৩আর(আই) ভ্যরিয়েন্টের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা সব থেকে বেশি শক্তিশালী। এতে স্পেকট্রা ছাড়াও অতিরিক্ত একটি লোব্যন্ড জ্যমার রয়েছে। আর তার ফলে যদি কোন যুদ্ধবিমান রাফালের দিকে মিসাইল টার্গেট করে তাহলে রাফালের দিকে আসা ইনকামিং মিসাইলকে দিক ভ্রষ্ট করার জন্য এক্স গার্ড এ্যক্টিভ টোয়েড ডিকয় সিস্টেম রয়েছে। যার ফলে মিসাইলটি টোয়েড ডিকয় সিস্টেমটিকে ধ্বংস করবে যুদ্ধবিমানের সেভাবে কোন ক্ষতিই করতে পারবেনা।

Leave a Reply

Your email address will not be published.