পৃথিবী

সেনাবাহিনীর স্পেশাল অপারেশান গুলি রাতের বেলা করার পেছনে কি কারন রয়েছে জানেন?

খেয়াল করলে দেখা যাবে যে বেশিরভাগ স্পেশাল অপারেশান থেকে শুরু করে সামরিক অভিযান গুলি রাতের বেলাতে হয়েছে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে এই বিশেষ অপারেশান গুলি কেন রাতের বেলাতেই হয়?

RON অর্থ্যাৎ রেস্ট ওভার নাইট বলে মিলিটারিতে একটা টার্ম আছে। সেই সময় OP বা অব্জারভেশন পোস্ট বেশ ঢিল থাকে। এই সময়ে পাহারা একটু ঢিলে হয় যেটা দৈব আক্রমণের জন্য খুবই উপযুক্ত সময় বলে মনে করা হয়। আর ভেবে দেখুন যে যদি বৃষ্টি হয় সেইসময় তাহলে গোলাগুলির আওয়াজ, আর্তনাদ এগুলো বৃষ্টির শব্দের সাথে মিলিয়ে যাবে।

এবার প্রশ্ন হতে পারে যে অপারেটিভসদের সবাই কি সাইলেন্সার ব্যবহার করে? হ্যাঁ পারে পাশাপাশি বেশিরভাগ সময়েই তারা ব্যবহার করে। কিন্তু যাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের অস্ত্র গুলতেও যে সাইলেন্সার লাগানো থাকবে সেটা নিশ্চিত নয়। তবে  একজন কম্যান্ডো কোন পাহারাদারকে গুলি করেন তবে সে তীব্র আর্তনাদে চিৎকার সাথে ট্রিগারে আঙ্গুল দিয়ে দিল, সে ক্ষেত্রে বৃষ্টির রাত হলে কোনও শব্দ কি বাইরে যাবে? অর্থাৎ বুঝতেই পারছেন যে রাতের বেলা অপারেশান করার একাধিক সুবিধা আছে।

রাতের বেলায় যারা পাহারা দেয় তারা আক্রমণকে প্রতিহত করার জন্য পাহারা দিলেও দীর্ঘদিন ধরে বেকার পাহারা দেবার পর মানসিকতা অনেকটা ঢিলে হয়ে যায়। যদিও তাদের প্রস্তুতি হঠ্যাৎ আক্রমন সামলে দেয়ার মত থাকলেও স্পেশাল ফোর্সের অপারেশনের কাছে তাৎক্ষনিকভাবে তাদের জবাব দেওয়া অনেক বেশী কঠিন হয়ে পরে।

রাতে অভিযান চালানর ক্ষেত্রে আক্রমনকারীরা যে পুরো প্রস্তুতি নিয়েই আসবে তা স্বাভাবিক ব্যাপার অর্থাৎ নাইট ভিশন গগলস থাকবে। পাহারা রক্ষীদের কাছে থাকবে এমন কোন নিশ্চয়তা নেই।

পাশাপাশি ধরুন বৃষ্টি হলে রক্ষীরা আক্রমনকারীদের কোন পদশব্দও টের পাবেনা। এই মুহুর্তে যদি হঠ্যাৎ একটা আর্টিলারি হামলা হয় আর সাথে যদি হেভি গান ফায়ার থাকে সেক্ষেত্রে পাহারাদারদের কাছে তা অনেকটা দিবা স্বপ্নের মতো। আর এই ফাঁকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা আরো জোরদার করা যেতে পারে।

তাছারাও রাতের বেলা স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিক মানুষদের জন্য স্বাভাবিকভাবে বেশ কঠিন। সেক্ষেত্রে স্পেশাল ফোর্স সদস্যরা এব্যাপারে বেশ দক্ষ হয়ে থাকেন। তাদের দৃষ্টি প্রখর, যার ফলে রাতের বেলা অপারেশন পরিচালনাতে তাদের অনেকটা সুবিধা হয়।

পূর্নিমার পরিষ্কার রাতে একজন মানুষ ৪০০ মিটার পর্যন্ত দেখতে পারে, অন্যদিকে ঘোর কালো রাত হলে আরো সুবিধা।

যদিও রাতের বেলাতেই অপারেশন হতে হবে এমন কোন ব্যাপার সর্বদা থাকেনা। এটা নির্ভর করে অনেক কিছুর উপর। যাদের ওপর হামলা করা হবে তাদের যদি নাইট ভিশন সক্ষমতা থাকে।

রাতের বেলা অপারেশন পরিচালনার ব্যাপারে মার্কীন স্পেশাল ফোর্স নিয়ে বেশ কিছু তর্ক আছে।

পাশাপাশি সময়। খুবই গুরুত্বপূর্ণ। কোন সময়ে কমান্ডোজ সবথেকে সুবিধা নিতে পারবে সেটাও বিবেচ্য।

Leave a Reply

Your email address will not be published.