ভারত

যুদ্ধবিমানের রেডার ফাঁকি দিতে অবাক করা প্রোজেক্ট নৌবাহিনীর

নিউজ ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই দেশীয় প্রযুক্তির রণতরী হাতে পেতে চলেছে ভারতের নৌসেনা। আর সেই কারনে ইতিমধ্যে বেশ কিছু যুদ্ধবিমান ক্রয় করার ব্যাপারে কথাবার্তা চলছে। কারন নতুন এই যুদ্ধজাহাজের জন্য নতুন যুদ্ধবিমানের প্রয়োজন পরবে। তবে বিদেশ থেকে নয় ভারতের দেশীয় প্রযুক্তির যুদ্ধজাহাজের জন্য দেশ্য প্রযুক্তির যুদ্ধবিমান প্রয়োজন পরবে। আর সেই কারনে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান উন্নয়ন করছে ভারতের নৌবাহিনী। টুইন ইঞ্জিন ডেক বেসড ফাইটার। তবে ই যুদ্ধবিমানে অত্যাধুনিক প্রযুক্তির বৈশিষ্ট্য থাকতে চলেছে। যুদ্ধবিমানটিতে রেডার ফাঁকি দেওয়ার মতো বৈশিষ্ট্য থাকতে চলেছে।

ভারতীয় নৌবাহিনীর ফাইটার প্রোজেক্ট TEDBF কে ৪.৭৫ প্রজন্মের মানে ভাবছে ভারতীয় নৌবাহিনী। এটি সম্পূর্ণ স্টেলথ না হয়েও এর স্টেল্থ ফিচার্স যথেষ্ট উন্নত। কিছু সুত্রের মতে চীনের জে-২০ র সাথে তুলনা করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published.