নৌবাহিনীর লজিস্টিক সাপোর্ট কতোটা বৃদ্ধি পাচ্ছে?
নিউজ ডেস্কঃ যুদ্ধের ময়দানে একটা বড় ব্যাপার হল লজিস্টিক সাপোর্ট। কারন ঠিকমতো খাওয়ার বা স্পেয়ার পার্টস এর মতো জিনিস না পৌঁছালে একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার পাশাপাশি যুদ্ধ হেরে যাওয়ার মতো ব্যাপার থাকে। আর সেই কারনে যুদ্ধের সময় বর্ডারে বা বহুদূরে লজিস্টিক সাপোর্ট ঠিকমতো পৌঁছে দেওয়ার জন্য একাধিক ব্যবস্থা গ্রহন করছে সেনাবাহিনী। স্থল যুদ্ধে কিভাবে বর্ডারে এই সাপোর্ট দেওয়া যায় তা খুব দ্রুততার সাথে চলছিল এবার এই সাপোর্ট কিভাবে যুদ্ধজাহাজ গুলিকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় সেই নিয়েও একাধিক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
ডিআরডিও ও ভারতীয় নৌবাহিনী সহায়ক-এনজি এয়ার ড্রপড গাইডেড কন্টেনারের প্রথম ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে ইতিমধ্যে। ব্যাপারটি আসলে কি? ধরুন একটি জাহাজ নিজের প্যট্রলিং এর সময় স্পেয়ার পার্টস এবং খাদ্যের জন্য পোর্টে ফিরতে হয় সাধারনভাবে। কিন্তু সহায়ক এনজি এর মাধ্যমে এর প্রয়োজন খুব কম হবে। যেখানে জাহাজ রয়েছে সেখানে তার স্পেয়ার-পার্টস বা খাদ্য পৌছিয়ে দিতে একটি বিমানে করে এই কন্টেনারে প্রয়োজনীয় জিনিস ভরে এয়ার ড্রপ করে দেওয়া হবে। কন্টেনার জিপিএস গাইডেড হওয়ার কারনে এটি জাহাজের কাছে এসে সমূদ্রে ল্যন্ড করবে প্যরাসুটের দ্বারা। আর সেই কারনে ২০০কিমি দুরেও প্যট্রলিং করতে থাকা শিপ গুলির কাছে দ্রুত সহায়তা পৌছে যাবে। জাহাজ গুলি এই কন্টেইনার সংগ্রহ করে নিজেদের জিনিস বার করে নেবে। এই কন্টেইনার গুলির পেলোড ৫০কেজি। ইতিমধ্যে নৌবাহিনীর IL-38SD করে এয়ারড্রপ করা হয়েছে। এর ফল নৌবাহিনীর লজিস্টিক সাপোর্ট ভীষণভাবে বৃদ্ধি পেতে চলেছে।