ভারত

১৫৯ টি যুদ্ধবিমানের অর্ডারে। কোন কোন গোত্রের যুদ্ধবিমান?

নিউজ ডেস্কঃ ২০০০ সালের পর থেকে ভারতবর্ষের যুদ্ধবিমানের চাহিদা বাড়ে।কিন্তু এখনও যুদ্ধবিমান সেভাবে সার্ভিসে আসতে পারেনি। আসলে ভারতের বিমানবাহিনীর স্কোয়াড্রনের সংখ্যা কমে গেলেও তা পুরন করা হয়নি। তাই প্রচুর যুদ্ধবিমান সার্ভিসে আনা হচ্ছে। 

গত ১০ বছরে ধরে ভারতের বায়ুসেনার জন্য ১৫৯ টি যুদ্ধবিমান অর্ডার করা হয়েছে।

১৬টি তেজস মার্ক-১ IOC

১৮টি তেজস মার্ক-১ FOC ট্রেনার

১৬টি তেজস মার্ক-১ FOC

৭৩টি তেজস মার্ক-১এ

৩৬টি রাফাল

যদিও তারপরে ৫০ টি যুদ্ধবিমান সম্পন্ন হয়েছে। এই ১৫৯টি যুদ্ধবিমানের মধ্যে প্রথম ১৬টি তেজস মার্ক-১ IOC যুদ্ধে উপযোগী হিসাবে না ধরাই ভালো।

Leave a Reply

Your email address will not be published.