কত সালে ভারতবর্ষ প্রথম দেশীয় যুদ্ধবিমান তৈরি করেছিল?
নিউজ ডেস্কঃ ভারত যে সামরিক দিক থেকে যথেষ্ট উন্নত এবং এগিয়েছিল তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। স্বাধীনতার পর যথেষ্ট অগ্রগতি হয়েছিল ভারতের সামরিক ক্ষেত্রের।
প্রায় ৪ দশক(৩৮ বছর) আগে ২০ সেপ্টেম্বর ভারতের তৈরি প্রথম জেট ট্রেনার অজিতের ডুয়েল সিট ভ্যরিয়েন্টের প্রথম প্রোটোটাইপের প্রথম সফল টেস্ট ফ্লাইট সম্পন্ন হয়। যদিও বিমানটি ন্যট ফাইটারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তবে হ্যল এর অনেক পরিবর্তন করেছিল। হ্যাঁ অবশ্যই এটাকে নতুন ফাইটারই বলা যায়। এর ডানার ক্ষেত্রফল বৃদ্ধি করার ফলে হার্ডপয়েন্ট বৃদ্ধি পায়। ফুয়েল ক্যপাসিটি বৃদ্ধি পায়। সাথে হাইড্রলিক ও এভিয়নিক্সের বড় পরিবর্তন করে হ্যল।
আসলে আজকের হ্যল আর আগের হ্যলের মধ্যে অনেক পার্থক্য ছিল। আগের হ্যলের সমস্ত কর্মচারীরা যেভাবে কাজ করতো আজ তা হ্যলে চখে পড়ে না। তবে হ্যল তেজসের ফ্লিটকে এখনও যে দূর্ঘটনার কবলে পড়তে দেয়নি এটা তাদের বড় কৃতিত্ব।