নিউজ ডেস্কঃ ভারতবর্ষরে মাটিতে একের পর নতুন টেকনোলোজির যুদ্ধাস্ত্র তৈরি করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধবিমান তৈরি করার ক্ষেত্রে। আত্মনির্ভর ভারত প্রকল্পে যুদ্ধাস্ত্র তৈরি করার ফলে যে আখেরে ভারতবর্ষের লাভ হতে চলেছে তা বলাই বাহুল্য।
কিছুদিন আগেই ৫৬ টি C-295 বিমান তৈরির জন্য ছাড়পত্র দেওয়া হয়, যেখানে ৪০ টি বিমান ভারতেই তৈরি ক্রতে চলেছে টাটা । উত্তরপ্রদেশ, গুজরাট, ব্যাঙ্গালোর ও হায়াদ্রাবাদের মধ্যে কোন একটি শহরে এর প্ল্যান্ট তৈরি হবে বলে সুত্রের খবর। যথারীতি বরাবরের মতন এবারেও পশ্চিমবঙ্গ কে বাছাই করা হয় নি। পশ্চিমবঙ্গে শিল্প না আসা নিয়ে বরাবরের মত এবার প্রশ্ন রয়ে গেল।