পৃথিবী

প্রচুর যুদ্ধাস্ত্র ক্রয় করছে একাধিক ইসলামিক দেশ

নিউজ ডেস্কঃ অস্ত্র আমদানি। কোন দেশের অবস্থান কোথায়? গত পাঁচ বছরে এশিয়া ও মধ্যপ্রাচ্যে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে অস্ত্র আমদানি। অঞ্চলগুলোতে যুদ্ধ, উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করার কারণে এমনটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অস্ত্র তৈরিতে এখনও সেভাবে পারদর্শী না হওয়ায় বেশিরভাগ অস্ত্রই ভারতবর্ষকে বিদেশ থেকে ক্রয় করতে হয়। আর সেই কারনে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ বর্তমানে ভারতবর্ষই।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) এই গবেষণাপত্র অনুসারে, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে সঙ্ঘাতে জর্জরিত মধ্যপ্রাচ্যে অস্ত্র আমদানি দ্বিগুণ। এ ছাড়া বিশ্বে আমদানিকৃত মোট অস্ত্রের ৩২ শতাংশই আমদানি হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর মধ্যে সৌদি আরব হচ্ছে গত পাঁচ বছরে পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহৎ অস্ত্র আমদানিকারক।

সিপরি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি পাঁচ বছরে পুরো বিশ্বে কী পরিমাণ অস্ত্র সরবরাহ হচ্ছে তা পর্যবেক্ষণ করে থাকে, যাতে অস্থায়ী অস্থিরতা এড়ানো যায়। সংস্থাটির সম্প্র্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে, ভারত বর্তমানে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক। এর পরে অবস্থান করছে সৌদি আরব। দেশটিতে রফতানি করা মোট অস্ত্রের ৬২ শতাংশই যায় যুক্তরাষ্ট্র থেকে। ব্রিটেন থেকে যায় আরো ২৩ শতাংশ।

সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি করেছে ব্রিটেনের। চুক্তি অনুসারে, সৌদি আরবকে ৪৮টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ও সামরিক যন্ত্রিপাতি তৈরিকারক বিএই সিস্টেম সরবরাহ করবে যুক্তরাজ্য।

যদিও চুক্তিটি ব্রিটেনসহ বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকলেও, এশিয়া ও ওশেনিয়ায় সবচেয়ে বৃহৎ অস্ত্র সরবরাহকারীর স্থান নিজেদের দখলে রেখেছে রাশিয়া। গত পাঁচ বছরে পুরো বিশ্বের মোট অস্ত্র আমদানির ৪২ শতাংশই এই অঞ্চলগুলোতে হয়েছে। আর বিশ্বে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত। ভারতে আমদানিকৃত অস্ত্রের ৬২ শতাংশই আসে রাশিয়া থেকে। সিপরির হিসাব অনুসারে, যুক্তরাষ্ট্র থেকে ভারতে অস্ত্র সরবরাহের পরিমাণও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এক পাশে পাকিস্তান ও অন্য পাশে চীনের সঙ্গে উত্তপ্ত অবস্থা থাকায় ভারতে প্রধান অস্ত্র আমদানির চাহিদা বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে চীন নিজের প্রয়োজনীয় অস্ত্র নিজেই তৈরি করতে পারছে। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারকে অস্ত্র সরবরাহ করছে চীন বর্তমানে।

Leave a Reply

Your email address will not be published.