আরও শক্তিশালী হতে চলেছে কলকাতা ক্লাস যুদ্ধজাহাজ
নিউজ ডেস্কঃ ভারতের হাতে একের পর দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ আসছে। যা শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। ঠিক তেমনই এক যুদ্ধজাহাজ হল কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার।
ভারতের কলকাতা ক্লাস যুদ্ধজাহাজ গুলিতে ৩২ টি ইসরায়েলের বারাক ৮ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এবং CIWS যুদ্ধাস্ত্র আছে। এই যুদ্ধাস্ত্র গুলি যুদ্ধজাহাজটির দিকে আশা যেকোনো হুমকির থেকে সুরক্ষা দিতে পারবে।
তবে শুধু এই সিস্টেমই নয় পাশাপাশি আরও একটি প্রটেক্টর আছে যা পৃথিবীর নিজের ফিল্ডে সেরা। তাহল শক্তি ইলেকট্রনিক ওয়ার ফেয়ার আর জ্যমিং সিস্টেম। এই সিস্টেম B band to K Band এর যেকোনো রেডারের লোকেশান আর আর তার সঙ্গে তাদের ফ্রিকুয়েন্সি কত ব্যন্ডের ওয়েভ ব্যবহার করছে তা শনাক্ত করতে সক্ষম। একই সঙ্গে ৭ থেকে ৩০ গিগা-হার্ৎজের মধ্যে সমস্ত ফ্রিকুয়েন্সিকে জ্যম করতে পারে।
সত্যি কথা বলতে যত রকম মিসাইলের সিকার আছে সব কটিকে জ্যম করার পারে। যা একটা বিরাট ক্ষমতার পাশাপাশি টার্মিনাল স্টেজে মিসাইল জ্যমিং আর বিভিন্ন যুদ্ধবিমানের রেডার জ্যমিং এর ক্ষেত্রে।
কোলকাতার এই সিস্টেম পৃথিবীর অন্যতম শক্তিশালী ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর জ্যমিং সিস্টেম। যা ১০০শতাংশ তৈরি করছে ডিআরডিও।