পৃথিবীর কোন কোন দেশে চিনা দ্রব্য বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে?
সর্ব প্রথমেই বলতে হয় যে,এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়, কারণ যে চীন এক ঘরে হয়ে গিয়েছে, কারন পৃথিবীর অধিকাংশ দেশেই চীনা বিনিয়োগ অনেক বেশি পরিমানে রয়েছে। সে সব বিনিয়োগ কে উপেক্ষা করে চীনা সামগ্রী বয়কট করা অনেক দেশের জন্য খুবই সমস্যার হবে।
যেমন এশিয়া প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দীপরাষ্ট্র ও উত্তর, মধ্য ও পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশের পক্ষে প্রায় অসম্ভব। এই দেশ গুলির ক্ষেত্রে পশ্চিমের দেশ গুলিকে সুসঙ্গত ভাবে এগিয়ে আসতে হবে ও জোট গঠন করতে হবে যাতে এরা চীনের উপর নির্ভরশীলতা কমাতে পারে।
চীনা পণ্যের মান যেমনই হোক তার দাম কিন্তু খুব সস্তা, আর এই কারনের জন্যই আমরা, আপনারা একটু বেশি চীনা পণ্যের উপর নির্ভরশীল এবং অনেক জীবনদায়ী ওষুধের কাঁচামাল চীন থেকেই আমদানী করা হয় যেমন ভারতের ক্ষেত্রে ৬৭% ওষুধের কাঁচামাল আমদানি করা হয়।
আমেরিকা ও ভারত কে সবার আগে চীনের পরিবর্ত খুঁজতে হবে। তার পর সরাসরি বয়কট করা উচিত,নাহলে হিতে বিপরীত হতে পারে। আর এই জোট গঠন ও বয়কটের প্রক্রিয়াটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। ভবিষ্যতে বোঝা যাবে আমেরিকা ও ভারত এই বিষয়ে কতটা সফলতা অর্জন করতে পারে।