অ্যামেরিকা

মহাকাশে যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারে আমেরিকা!

নিউজ ডেস্কঃ এয়ারক্রাফট ক্যারিয়ার নাম শুনেছেন নিশ্চয়ই। যেখানে যুদ্ধবিমান নিয়ে অবতরন করানো সম্ভব নয় বা গেলে আবার ফিরে আসার সমস্যা রয়েছে সেখানে এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ বেশ কিছু যুদ্ধবিমানকে এই বিরাট যুদ্ধজাহাজ এ রেখে দেওয়া হয় সুবিধা এবং অসুবিধায় ব্যবহার করা হয়ে থাকে। ঠিক তেমনই এবার আকাশের মধ্যে বানাতে চলেছে বোয়িং।

সমুদ্রের মধ্যে যেমন এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে ঠিক তেমনি কল্পনা করুন আকাশের মধ্যেও এমন এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। কল্পনা নয় অন্তত বোয়িং তেমনই ভাবছে। একাধিক সূত্রের মতে ভবিষ্যতের জন্য বোয়িং একটি বিশাল এয়ারক্রাফট বানানোর পরিকল্পনা করেছে যার উপর রানওয়ে থাকবে এবং ফাইটার জেট থাকবে। ঠিক মারভেলের এর অ্যভেন্জার(AVENGER) ছবির মতো।

Leave a Reply

Your email address will not be published.