ভারতের সেনাবাহিনীর জন্য ছোট ছোট যুদ্ধাস্ত্র। আমেরিকা ছাড়া আর কোন কোন দেশের থেকে ক্রয়?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে একাধিক যুদ্ধাস্ত্র আসতে শুরু করেছে। বিশেষ করে সেনাবাহিনীর জন্য। আর সেই কারনে প্রচুর পরিমানে যুদ্ধাস্ত্র ইতিমধ্যে অর্ডার করা হয়েছে, তবে সব থেকে বড় ব্যাপার হল সেনাবাহিনীর অর্ডার করা বেশিরভাগ জিনিসই এবার বিদেশ থেকে আসছে।
ভারতের সেনাবাহিনীর জন্য ছোট ছোট বেশ কিছু যুদ্ধাস্ত্র আসছে
১) ১,৪৪০০০ আমেরিকান SIG-716
২) ১৬০০০ ইসরাইলি NEGEV-7
৩) ৭০,০০০ রাশিয়ান AK-203
৪) অজানা সংখ্যক আমেরিকান ব্যারেট M-95
৫) আমেরিকান স্করপিও TGT স্নাইপার রাইফেল
৬) রাশিয়ান AK-15 স্পেশাল ফোর্সের জন্য।
অর্থাৎ সবকিছু বিদেশের কোম্পানি গুলি থেকে ক্রয় করা হচ্ছে। সেখানে যদি কিছু দেশীয় কোম্পানি গুলি অর্ডার করা হত তাহলে দেশীয় কোম্পানি গুলি অস্ত্র তৈরি করার দিকে আরও বেশি ঝোঁকার চেষ্টা বা মোটিভেট হত। বিদেশের পাশাপাশি দেশীয় কোম্পানির গুলির উপরও নজর দেওয়া উচিৎ সেনাবাহিনীর নইলে দেশে কিভাবে অত্যাধুনিক এবং ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র তৈরি হবে বলুন তো?