ভারত

সী গার্ডিয়ান ড্রোন সত্যি কি ক্রয় করতে চলেছে ভারতবর্ষ?

নিউজ ডেস্কঃ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা বড় ব্যাপার হল যে রাশিয়া অর্থ পেলে শত্রু পক্ষকেও অস্ত্র বিক্রয় করতে পিছুপা হয়না, আর আমেরিকা তা করেনা তবে কিছু ক্ষেত্রে আমেরিকার জিনিসের দাম প্রচুর হয়। অন্যদিকে আমেরিকার জিনিসের দাম প্রচুর হলেও তা বিশ্বমানের হয়ে থাকে এবং শত্রুপক্ষকে বিক্রি করেনা।

সূত্রের খবর অনুযায়ী সী গার্ডিয়ান ড্রোন ক্রয় করতে পারে। একটি ড্রোনের দাম ১০০ মিলিয়ন ডলার বা  প্রায় ৭০০ কোটি টাকা। ড্রোন গুলি শুধু সার্ভিলেন্স ভার্সন না এগুলি অস্ত্র বহন করতেও সক্ষম। আমেরিকার জেনারেল অ্যটমিকস এর তৈরি এই ড্রোনটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ কমব্যাট ড্রোন হিসাবে ধরা হয়। এর রেঞ্জ ১৯০০ কিমি, পাশাপাশি এটা ৫০,০০০ ফুট উচ্চতায় একটানা ৪০ ঘন্টা অপারেশনে সক্ষম।

আমেরিকার লিজেন্ডারি হেল ফায়ার এয়ার টু গ্রাউন্ড মিসাইল (৪ টে ) ও ২ টো প্যভওয়ে লেজার গাইডেড বোম্ব বহনে সক্ষম। এটি চালাতে দুজন গ্রাউন্ডম্যন এর প্রয়োজন হয়ে থাকে। আমেরিকা ২০১৭ সালেই এই ড্রোন ক্রয় করতে বলেছিল ভারতকে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল ছাড়পত্র পাওয়া যাবে বলে মত একাধিক বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published.