মহাকাশযানে কিভাবে পরীক্ষা নিরীক্ষা হয় জানেন? রইল ভিডিও
নিউজ ডেস্কঃ মহাকাশ যাত্রা করা আজ অনেকেরই সখের তালিকায় আছে। বিনামূল্যে মহাকাশ ভ্রমনের মতো বেশ কিছু সুযোগ ও অনেকসময় সামনে নিয়ে আসছে অনেক সংস্থা। তবে কখনও ভেবে দেখেছেন যে স্পেশশিপ বা মহাকাশযান গুলি কিভাবে পৃথিবী থেকে লঞ্চ করে? বা কিভাবে কাজ করে হয় এর ভেতরে? কি কি জিনিস থাকে।
আমেরিকা সহ পৃথিবীর বহু দেশ মহাকাশ গবেষণাতে এগিয়ে রয়েছে তা বলাই বাহুল্য।