সিরিয়াতে রাশিয়ার এয়ার ডিফেন্স ধ্বংস করেছে ইসরায়েল
নিউজ ডেস্কঃ ইসরায়েল যে একা একাধিক দেশের সাথে যুদ্ধ করতে পারে তা একাধিকবার প্রমান হয়েছে। ইসরায়েল একাই সিরিয়ার মতো বেশ কিছু দেশকে একবারে দমিয়ে রেখেছে। এবং ইসরায়েলের হাতে থাকা বিধ্বংসী অস্ত্র গুলির থেকে পৃথিবীর কোনও কিছুই যে সেফ নয় তা একাধিকবার প্রমান হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর যখনই ইচ্ছা হয় তখনই বেশ কিছু দেশের উপর থেকে হামলা চালিয়ে চলে আসে। আর তাদের প্রতিহত করার মতো কারও ক্ষমতা হয়নি এখনও। তাদের মিসাইলের আক্রমণ একাধিকবার রাশিয়ার যুদ্ধাস্ত্র গুলির উপর ভারী মাত্রায় প্রভাব ফেলেছে।
খুব শীঘ্রই ভারতীয় বায়ু সেনার বহরে ইজরাইলি সুপারসনিক এয়ার টু গ্রাউন্ড মিসাইল ‘র্যাম্পেজ’ যুক্ত হতে চলেছে। সিরিয়াতে এই মিসাইল দিয়ে ইজরাইল রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ধংস করেছে বেশ কিছুমাস আগে।