ভারত

ভারতবর্ষের বায়ুসেনার কাছে একটিভ রয়েছে যে ৫ টি ভয়ঙ্কর যুদ্ধবিমান

পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে যুদ্ধবিমানের ভয়ে ত্রস্ত গোটা বিশ্ব। প্রথম ৫ দেশের তালিকায় রয়েছে ভারতবর্ষ। ভারতের একাধিক যুদ্ধবিমানের ভয়ে কাঁপে চীন, পাকিস্তানের মতো দেশ। তবে সেই যুদ্ধবিমান গুলি কি? কখনও ভেবে দেখেছেন!

HAL TEJAS: ভারতের কয়েকটি শক্তিশালি যুদ্ধবিমানের মধ্যে HAL TEJAS হল একটি অন্যতম যুদ্ধবিমান। যার গতিবেগ ২২০৫ কিমি/ঘণ্টা। ভারতের নির্মিত এই যুদ্ধবিমানটি ৩৫০০ কেজি ক্ষেপনোস্ত্র বহনে সক্ষম। এবং এক একটির উৎপাদন মূল্য ১৬০ কোটি টাকা।

SEPECAT JAGUAR: ফ্রান্স এবং ইউনাইটেডে কিংডোমের যৌথ উদ্যোগে তৈরি SEPECAT JAGUAR।এই যুদ্ধবিমান প্রায় ৩৯০০ কেজি ক্ষেপনোস্ত্র বহনে সক্ষম।এবং সর্বচ্চ গতিবেগ ১৭০০ কিমি/ঘণ্টায়। এর প্রতিটি উৎপাদন খরচ ৮ মিলিয়ান US ডলার।

MIRAJ 200H & 2000HT: MIRAJ 200H & 2000HT ভারতের শক্তিশালি যুদ্ধবিমানের তালিকার মধ্যে একটি।ফ্রান্সের তৈরি এই যুদ্ধবিমানটির গতিবেগ ২৩৩৬ কিমি/ঘন্টা।৬ টন ক্ষেপনোস্ত্র বহন করতে পারে এই শক্তিশালী যুদ্ধবিমানটি। সম্প্রতি আবারও ২৪ টি এই যুদ্ধবিমান ক্রয় করা হল বিমানবাহিনীর জন্য।

MIG 29: সোভিয়েত রাশিয়ার নির্মিত দুই ইঞ্জিনযুক্ত এই যুদ্ধবিমানটি গতিবেগ ২৪০০ কিমি/ঘন্টায়।এটি প্রায় ৪৯০০ কেজি ক্ষেপণাস্ত্র বহনে করতে পারে।যার প্রতিটি বিমানের উৎপাদন খরচ ১১ মিলিয়ন US ডলার।

SU 30 MIKI: রাশিয়ারের পরিকল্পিত SU 30 MIKI যুদ্ধবিমানটির প্রায় ৭৫০০ কেজি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমানটির গতিবেগ ২১২০ কিমি/ঘন্টা। প্রতিটি বিমানের উৎপাদন খরচ প্রায় ৩৫৮ কোটি টাকা।

ভারতের সেনাবাহিনিতে রাফালে যোগ দেওয়ার পর একপ্রকারভাবে ভারতীয় সেনাবাহিনী অপরাজেয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published.