ভারত

ভারতবর্ষের রাজপুত ক্লাস যুদ্ধজাহাজে কোন গোত্রের যুদ্ধাস্ত্র মোতায়েন?

নিউজ ডেস্কঃ ভারতের নৌবাহিনীকে বিধ্বংসী রুপ দেওয়া হতে চলেছে। ২০২০-২০৩০ এই দশ বছরের মধ্যে ভারতের নৌবাহিনীর বিরাট পরিবর্তন ঘটতে চলেছে তা একাধিক রিপোর্টে কার্যত স্পষ্ট করা হয়েছিল। প্রচুর পরিমানে যুদ্ধজাহাজ থেকে শুরু করে নৌবাহিনীর যুদ্ধবিমান সার্ভিসে আসতে চলেছে। পাশাপাশি প্রচুর পরিমানে সাবমেরিন ও হাতে পাবে নৌবাহিনী। আর এই নতুন যুদ্ধবিমান থেকে যুদ্ধজাহাজ সার্ভিসে আসার কারনে পুরনো যুদ্ধজাহাজ গুলিকে অবসর করে নেওয়া হচ্ছে।

৪ দশক সার্ভিস দেওয়ার পর অবসর করে নেওয়া হচ্ছে ভারতের অন্যতম বিধ্বংসী যুদ্ধজাহাজ আই এন এস রাজপুতকে। ৪ মে ১৯৮০সালে এই যুদ্ধজাহাজ সার্ভিসে আসে। এটি একটি রাশিয়ান কাশিন ক্লাস ডেস্ট্রয়ার। ৩৯৫০টন ওজনের এই ডেস্ট্রয়ার গুলি বর্তমানে অনেকটাই পুরনো হয়ে গেছে।

এতে বর্তমানে ৪টি ব্রাহ্মোস এবং ২টি SS-N-2D Styx মিসাইল রয়েছে। আর এয়ার ডিফেন্স হিসাবে আর দুটি এস-১২৫ এয়ার ডিফেন্স মিসাইল লঞ্চার রয়েছে। প্রয়োজনে এর হেলি ডেক থেকে একটি ধনুষ নিউক্লীয়ার ব্যলিস্টিক মিসাইল লঞ্চ করা যায়।

Leave a Reply

Your email address will not be published.