ভারত

আর্মেনিয়াকে অত্যাধুনিক রেডার বিক্রি ভারতবর্ষের। কোন ক্লাসের রেডার জানা আছে?

নিউজ ডেস্কঃ আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ কিছুমাস আগেই শেষ হয়েছে। আজারবাইজানের সাথে পাকিস্তান এবং তুরস্ক থাকার কারনে কোনভাবেই সুবিধা করে উঠতে পারেনি আর্মেনিয়া। আর্মেনিয়াকে কোনও দেশই সেভাবে সমর্থন করেনি। কারন আন্তর্জাতিক সম্পর্ক এই দুটি দেশের সাথে অনেকেরই ভালো। তবে আর্মেনিয়াকে সাহায্যের হাত বাড়ানো উচিৎ ছিল বলে মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের। অন্যদিকে ভারতের সাথে আর্মেনিয়ার সম্পর্ক বেশ ভালোই। কারন বহু বছর ধরেই ভারতের থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করছে এই দেশটি। তাদের দেশের হাতে থাকা বেশ কিছু রেডার ভারতের থেকে ক্রয় করা। অনেকে বলেছিলেন যে ভারতের রেডার গুলি নিয়ে নাকি প্রশ্ন রয়েছে। কারন আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধে সেই গুলি নাকি ভালোভাবে কাজ করতে পারেনি। তাদের সবকথা ভুল প্রমান করে দিয়ে আবারও আর্মেনিয়া ভারতের থেকে ৪ ইউনিট রেডার ক্রয় করেছে বেশ কয়েকমাস আগে।

ভারত ৪ ইউনিট স্বাতী ওয়েপন লোকেটিং রেডার আর্মেনিয়া কে সরবরাহ করেছে ইতিমধ্যে।

এই রেডারের রেঞ্জ গুলি হল নিম্নরূপ

আর্টিলারি লোকেটিং রেঞ্জ:— 2-30 km

রকেট লোকেটিং রেঞ্জ:– 4-40 km

মর্টার লোকেটিং রেঞ্জ:– 2-20 km

Leave a Reply

Your email address will not be published.