ভারত

তালিবানদের কথা মাথায় রেখে গোত্রের বন্দুক ক্রয় করতে পারে ভারতবর্ষ!

নিউজ ডেস্কঃ আফগান পরিস্থিতিকে সামনে রেখে একাধিক সিদ্ধান্ত নিতে হচ্ছে ভারতবর্ষকে। বিশেষ করে কাশ্মীরের উপর বাড়তি নজর দিতেই হচ্ছে। কারন তালিবানদের কে যে কাশ্মীরে ব্যবহার করতে পারে পাকিস্তান তা ইতিমধ্যে একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে। আর সেই কারনে কাশ্মীরের উপর বাড়তি নজর দিতে প্রচুর টাকার অস্ত্র ক্রয় করতে চলেছে ভারতবর্ষ। 

সেনাবাহিনীর পর বিমানবাহিনীর হাতে প্রচুর পরিমানে অ্যাসল্ট রাইফেল আসতে চলেছে। রাশিয়ার কাছ থেকে ভারতবর্ষের বিমানবাহিনী ৩০০ কোটি টাকা দিয়ে ৭০,০০০ নতুন একে ২০৩ ক্রয় করতে চলেছে। কিছুদিন আগে সেনাবাহিনী নতুন ৭০,০০০ একে ২০৩ ক্রয় করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, আর এবার বিমানবাহিনী। ভারতের বিমানবাহিনীতে ১.৫ লক্ষ নতুন রাইফেল চাহিদা পুরন হতে চলেছে। ৭০,০০০ একে-১০৩ জরুরি ভিত্তিতে আসবে। এই রাইফেল গুলি প্রথমে জম্মু কাশ্মীর অঞ্চল, শ্রীনগর আর গুরূত্বপূর্ণ বিমানঘাঁটি গুলির রক্ষা করবে।

সত্যি বলতে এগুলো আফগান পরিস্থিতিকে সামনে রেখে করা হচ্ছে। আগামী দিনে সার্ভেইল্যন্স সিস্টেম, ড্রোন আর স্নাইপার বড় সংখ্যায় ক্রয় করা হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.