ভারত

ভারতবর্ষের সঙ্গে ফ্রি-তে ব্যবসা আরবের! সত্যি কি লাভ হবে?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষ এবং আরবের সম্পর্ক যে কতোটা মজবুত তা আর নতুন করে কিছু বলার নেই। এই দুই দেশের সম্পর্ক যে আরও ভাল হতে চলেছে তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বিশেষ করে এই দুই দেশের মধ্যে ব্যবসা বাড়তে চলেছে কয়েক গুন। 

ভারত এবং আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের ফলে দুই দেশ ৮০শতাংশ পণ্য আমদানি রপ্তানিতে শুল্ক কমাবে। ধীরে ধীরে তা ৯৬-৯৭শতাংশে পৌছাবে।

তবে এতে এ্যন্টি ডাম্পিং ডিউটিস্ এর একটি সেফটি দিক থাকছে। একসাথে প্রচুর আমদানির ক্ষেত্রে তা কার্যকর হবে।এর ফলে দুই দেশেই দাম কমবে তাদের আমদানি করা পন্যের। ফলে বানিজ্য বৃদ্ধি পাবে। দুই দেশের বার্ষিক ট্রেড বা ব্যবসার পরিমান $১০০বিলিয়নে পৌছাতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published.