সেনাবাহিনীর অপ্রতিরোধ্য হেলমেটের দাম জানলে অবাক হবেন
নিউজ ডেস্কঃ চীন, পাকিস্তানের বিরুদ্ধে লড়তে একাধিক বড় বড় পদক্ষেপ গ্রহন করতে চলেছে ভারত। পাশাপাশি কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়তেও একাধিক উচ্চমানের বন্দুক ক্রয় করতে চলেছে সেনাবাহিনী। এবার উচ্চমানের হেলমেট ক্রয় করার কথা ভাবছে তারা।
ভারতীয় আর্মি এক লক্ষ উন্নত প্রযুক্তির ব্যালেস্টিক হেলমেট ক্রয় করতে চলেছে। এগুলি সাধারণত নব্বইয়ের দশকের পতকা হেলমেট গুলিকে রিপ্লেস করবে। নতুন হেলমেট গুলি,ব্যবহারকারীকে সর্বোচ্চ সুরক্ষা এবং নুন্যতম আঘাত দেবে AK-47 এর বুলেটের বিরুদ্ধে।
সেনাবাহিনীর ইনফেন্ট্রি ডাইরেক্টরেট দেশীয় ও বিদেশী কোম্পানি গুলিকে নিয়ে RFI প্রোসেস শুরু করে। কোম্পানি গুলির সাথে আর্মির মিটিং হয় নয়াদিল্লিতে। মোট কত টাকার চুক্তি হবে তা জানা যায়নি, তবে প্রতিটি এই ধরনের হেলমেটের সম্ভাব্য মূল্য প্রায় ₹৫০,০০০ টাকা হতে চলেছে। হেলমেট গুলি AK-47 বুলেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সাথে সাথে ,ফেসশিল্ড এবং বিভিন্ন ধরনের গ্যাজেট ধারন করতে পারবে।