আন্তর্জাতিক বাজারে ভারতবর্ষের অস্ত্রের চাহিদা বাড়ছে
নিউজ ডেস্কঃ ভারতের দেশীয় যুদ্ধাস্ত্র গুলির চাহিদা যে বিরাট পরিমাণে বাড়ছে তা আর নতুন করে কিছু বলার নেই। কারন আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে ভারতের কাছ থেকে অস্ত্র ক্রয় করতে চাইছে বহু দেশ। কিছু কিছু বাঁধা থাকার কারনে এখনও সেভাবে অস্ত্র রপ্তানি করতে পারছেনা ভারতবর্ষ। তবে খুব শীঘ্রই ভারত প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র রপ্তানি করতে চলেছে। ভারতের দেশীয় যুদ্ধাস্ত্র কতোটা বিধ্বংসী তা ইতিমধ্যে প্রমান পেয়েছে বহু দেশ, আর সেই কারনে আসতে আসতে ভারতের দেশীয় অস্ত্র গুলির চাহিদা বাড়ছে আন্তর্জাতিক বাজারে।
আকাশ এবং ব্রাহ্মোস ভারতের এই দুই মিসাইল বিদেশে রপ্তানি করার জন্য এক বিরাট পদক্ষেপ গ্রহন করেছে কেন্দ্র! ভারত এবং রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং ৯৬ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স বিদেশে রপ্তানির ক্ষেত্রে আগ্রহ প্রকাশকারী দেশ গুলিকে ইতিমধ্যে শর্ট লিস্ট করেছে কেন্দ্র।
ব্রাহ্মোস সিস্টেমের জন্য যে দেশ গুলিকে বাছা হয়েছে সেগুলি হলঃ- ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশীয়া, সৌদি আরব, আরব আমিরাত, দঃ আফ্রিকা। তবে এর মধ্যে ফিলিপিন্সের সাথে চুক্তি ইতিমধ্যে অলিখিত ভাবে পাকাপাকি হয়েগেছে। এইবছর ক্যবিনেটের সম্মতিতে এই চুক্তি সম্পূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে ফিলিপিন্সের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে।
আকাশ এয়ার ডিফেন্স ক্রয়ে আগ্রহী মোট ৯টি দেশ রয়েছে- কেনিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, বাহরিন, সৌদি আরব, মিশর, ভিয়েতনাম ও আলজেরিয়া।
আকাশ সম্পূর্ন ভারতীয় টেকনোলোজি দিয়ে তৈরি বলে কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই এটি বিক্রি করার জন্য। তবে আকাশের এক্সপোর্ট ভার্সান ভারতীয় আকাশের থেকে কিছুটা ডাউনগ্রেডেড করা হবে।
ভারতের ডিফেন্স মিনিস্ট্রি আকাশ এবং ব্রাহ্মোস ছাড়াও অস্ত্র বিভিআর মিসাইলের রপ্তানির ব্যপারে জোর কদমে কাজ করছে। ইতিমধ্যে ১১০কিমি রেঞ্জের অস্ত্র বিভিআর মিসাইলের জন্য একাধিক দেশ আগ্রহ প্রকাশ করেছে।