ভারত

ভারতবর্ষের মাটিতেই তৈরি হচ্ছে রাশিয়ার ভয়ংকর বন্দুক। কোন ক্লাসের বন্দুক এগুলি?

নিউজ ডেস্কঃ মেক ইন্ডিয়া ব্র্যান্ডকে সাফল্য করতে একাধিক পদক্ষেপ গ্রহন করে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের মাটিতে একাধিক টেকনোলোজি যাতে তৈরি করা হয় সেই জন্য বিরাট বড় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার ভারতের মাটিতেই তৈরি হবে ভারতীয় আর্মির জন্য স্পেশাল গান।

ভারতীয় সেনাবাহিনীর স্মল আর্মস এর চাহিদা মেটাতেই এই পদক্ষেপ। আর এই কারনে ইসরাইলি ওয়েপনস ইন্ডাস্ট্রিজ (IWI) ভারত কে তাদের দুটি অ্যসল্ট রাইফেলের অফার দিয়েছে ইতিমধ্যে। “Arad” ও “carmel” নামক দুটি গান। এই দুটি বন্দুক মধ্যপ্রদেশে IWI এর একটি প্ল্যন্টে তৈরি হবে। যদিও এই প্ল্যন্টটি বছর তিনেক আগে অর্থাৎ ২০১৭ সালে তৈরি হয়। ইসরায়েলের IWI এবং ভারতীয় সংস্থা পুঞ্জ লয়েড যৌথভাবে এখানে প্রোডাকশন করে, যৌথসংস্থার নাম PLR সিস্টেম। পুঞ্জ লয়েড এই কোম্পানির ৫১% শেয়ার এর মালিকানাধীন। কোম্পানিটির প্রধান লক্ষ্য হল এই যে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা, স্পেশালফোর্স এর জন্যভালো মানের গান তৈরি করা।

এই কোম্পানি টি ২০১৭ থেকে ইতিমধ্যে ভারতে বিভিন্ন বন্দুক তৈরি করছে। ইন্ডিয়ান স্পেশাল ফোর্স এর জন্য ইতিমধ্যেই এরা তেভর সিরিজ তৈরি করেছে পাশাপাশি গালিল স্নাইপার রাইফেল, উজি প্রো সাবমেশিনগান, মাসাদা পিস্তল, নাগিভ লাইট মেশিনগান।

ক্যারমেল-  IWI এর তৈরি এটি একটি মাল্টিপারপাস ৫.৫৬×৪৫ mm ক্যলিবার অ্যসল্ট রাইফেল যাকে ডিজাইন করা হয়েছে বর্তমান যুদ্ধের কথা মাথায় রেখে। এটিকে ইন্ডিয়ান আর্মির চাহিদার অনুযায়ী খুব সহজেই কাস্টমাইজ করা সম্ভব। Carmel কে বলা হয় দি ফিউচার অফ ইসরাইলি রাইফেল বা নেক্সট রেভোলিউশন।

আরাদ- এটি একটি M4 টাইপ অ্যসল্ট রাইফেল। যেকোন ধরনের কমব্যট মিশনের জন্য এটা উপযুক্ত। এই রাইফেট টি ৫.৫৬ এবং ৩০০BLk এই দুধরনের ক্যলিবার ই ব্যবহার করতে পারে।

Leave a Reply

Your email address will not be published.