ভারত

রাশিয়ার ইঞ্জিন ভারতীয় বিমানবাহিনীর পছন্দ না হওয়ার পেছনে কি কারন রয়েছে?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে প্রচুর পরিমাণে তেজাস আসতে চলেছে। দেশের আকাশকে সুরক্ষা দিতে এই যুদ্ধবিমান ক্রয় করা হচ্ছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও এই যুদ্ধবিমানের ইঞ্জিনের জন্য আমেরিকার উপর নির্ভর করতে হচ্ছে। আমেরিকার থেকে এই যুদ্ধবিমানের ইঞ্জিন আসার ফলে যুদ্ধবিমানের উপর ভরসা অনেক বেরেছে বলাই বাহুল্য কারন রাশিয়ার ইঞ্জিনে একাধিক সমস্যার পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচ থাকার কারনে সমস্যায় পড়তে হয়।

তেজাসের নতুন ভার্সন মার্ক ১ এ র জন্য নতুন ইঞ্জিন ক্রয় করতে চলেছে ভারতবর্ষ। আর সেই কারনে ইতিমধ্যে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের সাথে হ্যাল $৭১৫মিলিয়নের বা ৫৩৭৫কোটি টাকার বিনিময়ে ৯৯টি F404-GE-IN20 এর চুক্তি সম্পন্ন করেছে। পাশাপাশি বিমানবাহিনীর জন্য আরও শক্তিশালী এফ-৪১৪ (তেজস মার্ক-২ এর জন্য) নির্মানের জন্য সমঝোতা হয়েছে।

বায়ুসেনার এই F404-GE-IN20 ইঞ্জিন এতোটাই পছন্দ হয়েছে যে আরও কিছু ইঞ্জিন হাতে আসতে পারে বলে মত সামরিক বিশেষজ্ঞদের। এত বেশি এ্যভেলিবিটি রেট আর রক্ষণাবেক্ষণের সুবিধা যে এই ইঞ্জিনই তেজসের জন্য উপযুক্ত।

এই ইঞ্জিনের জায়গায় ভারতবর্ষ রাশিয়ার ইঞ্জিন ব্যবহার করত তাহলে ৮৩ র জায়গায় ১৫০ টা অর্ডার করতে হত। বেশির ভাগ সময় রাশিয়ার ইঞ্জিন রক্ষণাবেক্ষণের থাকে সাথে সার্ভিস লাইফ মার্কিন ইঞ্জিনের তুলনায় ১/৪ভাগ। অর্থাৎ বুঝতেই পারছেন যে আমেরিকার ইঞ্জিন গুলি কতোটা শক্তিশালী।

Leave a Reply

Your email address will not be published.