কংগ্রেসের থেকে ৩ গুন বেশী গতিতে কাজ
নিউজ ডেস্ক – গ্রামের কাঁচা পাকা রাস্তা কে চলার উপযুক্ত করতে সেটি মাটি থেকে কংক্রিটে পরিণত করে থাকে বহু দেশ। কিন্তু গোটা পৃথিবীতে অধিকাংশ মাটির রাস্তা মসৃণ ও ঢালাই করে নির্মাণের ক্ষেত্রে যে শিরোনামটি চোখে পড়ে তার এক নম্বরে রয়েছে ভারত। মূলত দু’বছরের লাগাতার সড়ক নির্মাণের কাজ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত সরকার এমনটাই জানালেন ইউনিয়ন রোড মিনিস্ট্রি।
রোড মিনিস্ট্রির ভাষ্যমতে ভারত পরপর দু’বছর ধরে ১০০০০ কিমি রাস্তা তৈরি করেছেন যা রেকর্ড গোটা বিশ্বের কাছে। মূলত সেই রেকর্ডের একবার নজর ফেরালে দেখা যায়-
২০১৪ সালে রোড নির্মাণ করা হয়েছে ৪২৬০ কিমি। পরবর্তীতে চিত্রটি কিছু রকম ২০১৫- ৪৪১০ কিমি, ২০১৬- ৬০৬১ কিমি, ২০১৭ – ৮২৩১ কিমি, ২০১৮ – ৯৮২৯ কিমি, ২০১৯ – ১০৮৫৫ কিমি, ২০২০ – ১০২৩৭ কিমি। অর্থাৎ প্রত্যেক বছর সড়ক নির্মাণের পরিধি ক্রমান্বয়ে বেড়ে গিয়েছে ভারতের ক্ষেত্রে। এবার দেখা যাক কোন সরকারের আমলে কতটা সড়ক নির্মাণ করা সম্ভব হয়েছে ভারতের পক্ষে।
১/ ১৯৮০ সালের আগে মোট রাস্তা তৈরি হয়েছিল ২৯,০২৩ কিমি।
২/ ১৯৮১-১৯৯৯ সাল পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে ১৭,৯১৪ কিমি।
৩/ ১৯৯৯-২০০৪ সালের মধ্যে রাস্তা তৈরি হয়েছে ১৫,৯৮৪ কিমি।
৪/ ২০০৪-২০১৪ সালের মধ্যে ইউপিএ সরকারের আমলে রাস্তার পরিধি ছিল ২৭,২৮২ কিমি।
৫/ ২০১৪-২০২০ সালে ভারত সরকার অর্থাৎ বিজেপি সরকারের নেতৃত্বে সড়ক নির্মাণ হয়েছে ৫৩,৮৮৩ কিমি। তবে শুধুমাত্র সড়ক নয় এখানে এল ও সি এবং এলএসি-তেও ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপক উন্নতি করেছে বিজেপি সরকার। তবে শুধু এটি লোকো ভাষ্যমতে কিংবা মুখের কথা নয় রীতিমতো মিনিস্ট্রি অফ রড ট্রানস্পর্ট অন্ড হাইওয়েজ ট্রান্সপোর্টের নিজস্ব সরকারি ওয়েবসাইটে সড়ক নির্মাণের একটি তালিকা ইতিমধ্যেই পেশ করা হয়েছে।