রাশিয়া

রাশিয়ার শক্তিশালী এস ৪০০ ধ্বংস করার ক্ষমতা রাখে ইসরায়েল!

নিউজ ডেস্কঃ ইসরায়েল যে যেকোনো সময় ইসলামিক দেশ গুলিতে আক্রমণ করতে পারে তা একাধিকবার প্রমান পাচ্ছে সারা বিশ্ব। কিছু মাস আগেই সিরিয়ার দামাস্কাসে ইসরাইলের এয়ারস্ট্রাইকে জেনারেল আলি মহাসেন নিহত হয়েছিল। শুধু এই জেনারেল নয় হিজবুল্লাহ এর ৫ জন লোক ও সাথে নিহত হয়েছিলেন।

কিছুদিন আগে রাতের দিকে এয়ারস্ট্রাইক করে ইসরায়েল। সবচেয়ে বড় ব্যাপার এস ৪০০ র মতো এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন আছে সিরিয়াতে। সিরিয়ার এয়ারডিফেন্স সিস্টেম কিছু করতে পারে নি সেইসময়, জ্যাম করে দেওয়া হয়েছিল এই সিস্টেমকে এমনটাই মত একাধিক বিশেষজ্ঞদের। ভাবতে পারছেন এস ৪০০ পর্যন্ত কিছু করতে পারেনি ইসরায়েলের যুদ্ধবিমানের।

Leave a Reply

Your email address will not be published.