আমেরিকার থেকে যুদ্ধবিমান ক্রয় করবেনা দেশ?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সাথে আমেরিকার বন্ধুত্ব যে এখন বিরাট স্তরে তা আর নতুন করে কিছু বলার নেই। একাধিক বিষয়ে যৌথভাবে কাজ করছে এই দুই দেশ। বিধ্বংসী বন্দুক থেকে শুরু করে মহাকাশ গবেষণাতে ও একে অপরের সাহায্য করছে। পাশাপাশি ভারতের নৌসেনার জন্য বিধ্বংসী যুদ্ধবিমান ও অফার করেছে তারা। তবে এবার তার থেকেও উন্নত যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে শোনা গেল।
এফ ৩৫ ক্রয় করতে চাইছে ভারতবর্ষ। ঠিক তেমনি এক আভাস পাওয়া গেল। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের এক বক্তৃতায় ঠিক তেমনই প্রসঙ্গ উঠে এল। তিনি জানালেন যে “ভারত নতুন যুদ্ধবিমানের ব্যাপারে ভাবছে। আমেরিকার এফ ৩৫ যুদ্ধবিমানটি হল একটি স্টেট অফ দ্যি আর্ট ফাইটার, তবে জানানেই যে আমেরিকা এই বিষয় নিয়ে ভারতবর্ষের সাথে শেয়ার করবে কিনা। কারন এখনও পর্যন্ত তারা এই সিরিজের ডাউন ভার্সন অফার করছে।
একটা বড় বিষয় ভুলে গেলে চলবে না, তাহল ভারত এস ৪০০ এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করছে, সেক্ষেত্রে আমেরিকার থেকে এফ ৩৫ ক্রয় না করাই ভালো, কারন এস ৪০০ রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম হওয়ার কারনে তা আমেরিকার এফ ৩৫ র মতো যুদ্ধবিমানকে শত্রুপক্ষের বিমান হিসাবেই চিহ্নিত করে থাকে। আর সেই কারনে এফ ৩৫ র কথা ভুলে যাওয়াই ভালো। অপরদিকে এর আগে বিমানবাহিনী জানিয়েছে তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের জন্য শুধু আমকার দিকেই নজর দিচ্ছে। সিডিএস এর আগেও তিন বাহিনীর অস্ত্র ক্রয়ের বিষয়ে একাধিক রকম অফার সামনে এনেছে। যেটাকে গুরূত্ব দিয়ে এয়ারক্রাফট ক্যরিয়ারের ডকট্রিন থেকে সরে এসে নৌবাহিনী সাবমেরিন ফোর্স উন্নয়নে নজর দেওয়া হয়েছে। তাই এখন এফ-৩৫ এর কথা হঠাৎ সামনে এনে ভারত কি করতে চাইছে সেটাকে ধোয়াশা বাড়ানো ছাড়া আর কিছু যাচ্ছে না, এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের।