আমেরিকার যুদ্ধবিমান নিয়ে প্রচুর তথ্য গোপন। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমানে ভীত পৃথিবীর একাধিক দেশ। সম্প্রতি তাদের এফ ৩৫ থেকে শুরু করে এফ ২২ র্যাপ্টর। তবে এর আগে যে বিমানের ভয়ে কাঁপত গোটা পৃথিবী, তাহল এফ ১৬। এই বিমানের উপর ভর করেই একাধিক যুদ্ধে জয় লাভ করেছে। পাশাপাশি একাধিক জঙ্গি ঘাটি উড়িয়েছে এই বিমান। কিন্তু এই বিমানের অনেক গোপন তথ্য আছে যা সেভাবে বলতে রাজি হয়নি অ্যামেরিকা।