ভারত

ভারতবর্ষের কোন হেলিকপ্টার চাপ বৃদ্ধি বিমানবাহিনীর

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের পুরনো হেলিকপ্টার গুলির মেয়াদ যে শেষ হয়ে এসেছে তা বলাই বাহুল্য। তবে এগুলি এখনও প্রচুর পরিমাণে রয়েছে ভারতের সেনাবাহিনীতে, আসতে আসতে এগুলিকে অবসর করানোর কথা চিন্তা করা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে আরও একবার জানানো হয়েছে যে তারা চিতা এবং চেতক হেলিকপ্টার কে চিন্তার মুখে পরেছেন, কারণ এগুলি তো এমনিতেই অনেক পুরোনো তার মধ্যে যত দিন যাচ্ছে এদের বয়স বেরেই চলেছে।এদের মেয়াদ 2023 এই শেষ হয়ে যাবে।

HAL দ্বারা নির্মিত যে LUH(লাইট ইউটিলিটি হেলিকপ্টার) ভারতীয় সেনা গত 15 বছর ধরে LUH এর দাবি করার পর মোট ২০০ টি এই হেলি অর্ডার করা হয়।

আর বর্তমান সময়ে ভারতীয় সেনার তিন বাহিনীতেই (Army, Navy, Air Force) মোট 187 টি চেতক এবং 205 টি চিতা হেলিকপ্টার সার্ভিসে রয়েছে। আর চিতাকে সিয়াচেনের মতো উচ্চতম জায়গায় কাজেও রাখা হয়েছে, এবং এগুলি অনেক পুরোনো হওয়ার কারণে এগুলির ক্রাশের সংখ্যাও বেরে গেছে এবং রক্ষণাবেক্ষণ করতেও সমস্যা হচ্ছে।

2015 সালে ভারত ও রাশিয়ার মধ্যে Kamov KA-226 কে নিয়ে আলোচনা হয়েছিলো কিন্তু সেই চুক্তি কিসের জন্য এখনও হয়নি সেটা এখনও জানা যায়নি। এই চুক্তিটি এখনও Technical Evaluation Stage এ রয়েছে।

HAL তার নিজস্ব LUH বানিয়েছে এবং এটি লাদাখ এর মতো উচ্চতম এলাকায় সফলতার সাথে উড়ান সম্পূর্ণ করেছে, ইতিমধ্যে তিনটি হেলিকপ্টার নৌবাহিনীকে ডেলিভারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.