অ্যামেরিকা

আমেরিকার পরমাণু কেন্দ্রে ইসরায়েলের টেকনোলোজি কেন মোতায়েন?

নিউজ ডেস্কঃ ইসরায়েলের টেকনোলোজি বিশেষভাবে উন্নত, তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। বিশেষ করে তাদের ব্যবহার করা টেকনোলোজি ব্যবহার করে একাধিকবার সাফল্য পেয়েছে ভারতবর্ষ। বিশেষ করে তাদের রেডার টেকনোলোজি থেকে শুরু করে জ্যামিং সিস্টেম। আর সেই কারনে তাদের থেকে এবার নতুন ধরনের টেকনোলোজি ক্রয় করতে চাইছে আমেরিকা।

আমেরিকার পরমানু পাওয়ার প্ল্যন্টের জরুরীকালীন সংযোগ স্থাপনে ইসরায়েলের BNET-SDR ব্যবহার করতে চলেছে আমেরিকা। এই BNET-SDR (সফ্টওয়্যার ডিফাইন্ড রেডিও) বিশ্বের খুবই কম সিস্টেমের মধ্যে একটি যা জ্যমিং এবং ইলেকট্রোম্যগ্নেটিক পাল্সের আক্রমনে জ্যম বা শর্টসার্কিটে ক্ষতিগ্রস্ত হয়না।

উল্লেখ্য ফেব্রুয়ারি ২০১৯ এর মিগ-২১ এর কমিউনিকেশান জ্যম হওয়ার কারনে সেটি বিদ্ধস্ত হওয়ার পর থেকে এখন ভারতের বায়ুসেনা এই BNET-SDR ব্যবহার করে যুদ্ধবিমান গুলিতে। পাশাপাশি নৌবাহিনী এবং সেনা বাহিনীর সংযোগ স্থাপনে দেশীয় SDR ব্যবহার করা হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published.