শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় ভরসা। ভারতবর্ষের কোন গোত্রের বন্দুক?
নিউজ ডেস্কঃ দেশীয় প্রযুক্তিতে তৈরি একের পর এক যুদ্ধাস্ত্র যে ইতিমধ্যে বিধ্বংসী রুপ নিচ্ছে তা বলাই বাহুল্য। এবার দেশীয় প্রযুক্তির তৈরি কারবাইনের সফল ট্রায়াল সম্পন্ন হল।
DRDO এর তৈরি ৫.৫৬×৩০ মি.মি. প্রোটেকটিভ কারবাইন সফল ভাবে ফাইনাল ইউজার ট্রায়াল সম্পন্ন করেছে ইতিমধ্যে। শীত, গ্রীষ্ম, বর্ষা এবং হাই অল্টিটিউডের মতো সমস্তরকম আবহাওয়াতেই এটার সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে।
DRDO এর এই JVPC অথবা Joint Venture Protective Carbine এর রেঞ্জ ১০০ মিটার, ফায়ারিং রেট ৭০০ rmp এবং ওজন ৩ কেজি।