সুইডেন ভারতবর্ষকে কোন ক্লাসের যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ ২০৩০ র মধ্যে ভারতবর্ষের হাতে প্রচুর পরিমাণে যুদ্ধবিমান আসতে চলেছে। বিশেষ করে সীমান্তে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অবস্থান ঠিক করতে বায়ুসেনার ক্ষমতা বিরাটভাবে বাড়ানো হতে চলেছে। আর সেই কারনে প্রচুর পরিমাণে যুদ্ধবিমান সার্ভিসে আসতে চলেছে ভারতবর্ষের। ইতিমধ্যে আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের পাশাপাশি সুইডেনের মতো দেশও ভারতবর্ষকে যুদ্ধবিমান অফার করেছে।
ইউরোপের এই দেশটির কাছ থেকে যুদ্ধবিমান অফার করলে আখেরে যে ভারতবর্ষের লাভ হবে তা বলাই বাহুল্য। কারন ইউরোপের একমাত্র দেশ যারা পাকিসান পন্থী। আর সেই কারনে কিছুটা হলেও ডিপ্লোম্যাটিক লাভ হবে ভারতবর্ষের। তাদের হাতে থাকা যুদ্ধবিমানটি ভারতবর্ষের বায়ুসেনাকে অফার করার পাশাপাশি টেকনোলোজি হস্তান্তরের ব্যাপারেও তারা কথা বলেছে। অর্থাৎ সুইডেনের থেকে এই যুদ্ধবিমান ক্রয় করলে ভারতবর্ষের মাটিতেই এই যুদ্ধবিমান তৈরি হওয়ার পাশাপাশি ফুল টেকনোলোজি ট্র্যান্সফার করা হবে। তবে জানেন কি এই যুদ্ধবিমান অর্থাৎ সুইডেনের সাব গ্রিপেন ই মাঝ আকাশে কতোটা ভয়ঙ্কর চেহারা নিতে পারে?