অ্যামেরিকা

আমেরিকার কাছে মাথা ঝোঁকাবে না তুরস্ক!

নিউজ ডেস্কঃ তুরস্কের জন্য ৬টি এফ-৩৫ তৈরি করা হয়েছিল। লকহিড মার্টিন তৈরি করলেও তুরস্ক রাশিয়ার থেকে এস ৪০০ কেনার পর এফ ৩৫ না দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যামেরিকা। তবে বিভিন্ন শর্ত দেওয়া হয় যে শর্ত মানলে পূনরায় দেওয়া হবে।

তুরস্কের জন্য বানানো ৬ টি F35 বিমানই বিভিন্ন ঝামেলার পর সেগুলো মার্কিন বিমান বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

তুরস্কের নিজস্ব প্রযুক্তির ফাইটা TFX ২০৩০ এর মধ্যে তাদের বাহিনীতে দেখা যেতে পারে। তুরস্কের এফ-৩৫ পাওয়ার শেষ আসা টাও নষ্ট হয়ে গেলো।

ভারত-পাকিস্তানের একাধিক ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, শুধু তাই নয় মাঝে মধ্যেই ভারতের বিরুদ্ধে বলতে শোনা যায়। একাধিক বিশেষজ্ঞদের মতে এই বিমান তুরস্ক বিমান বাহিনীতে যোগ না হওয়ার ফলে কিছুটা কূটনৈতিক সাফল্য পেয়েছে বলাই যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published.