ভারতবর্ষের সাবমেরিনের জন্য কোন ক্লাসের ব্যাটারি ইন্সটল করা হচ্ছে? অতিরিক্ত কোন সুবিধা গুলি পাওয়া যেতে পারে?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে কিছুদিনের মধ্যে আসতে চলেছে বিধ্বংসী সাবমেরিন। পাশাপাশি দেশেই তৈরি হতে চলেছে সাবমেরিন। আর সেই কারনে বিভিন্ন টেকনোলোজি হাতে আসতে চলেছে একাধিক দেশীয় কোম্পানির।
ইন্ডিয়ান নেভি ৬ টি স্করপিয়ান ক্লাস সাবমেরিন এর জন্য ৫০০ কিলো ওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির জন্য বিভিন্ন কোম্পানির সাথে কথাবার্তা চলছে। আসলে Li-ion ব্যাটারি মূলত ব্যবহার হয় AIP সিস্টেমের রিপ্লেসমেন্ট হিসাবে। ডিআরডিও এর AIP সিস্টেম তৈরি ও টেস্ট করতে একটু দেরি হবে তাই ওই সিস্টেম P-75I সাবমেরিনে ব্যবহার করা হবে। এখনও পর্যন্ত একমাত্র জাপানের দুটি সুরায়ু ক্লাস সাবমেরিনে AIP সিস্টেম ব্যবহার করার চেষ্টা করা হয়েছে।