রাশিয়ার বিরুদ্ধে প্রস্তুত থাকতে ১১ টি কোন গোত্রের ভয়ঙ্কর সাবমেরিন মোতায়েন আমেরিকার নৌসেনার?
নিউজ ডেস্কঃ এই সাবমেরিনটি অন্যান্য সব সাবমেরিনের থেকে তুলনা কম শক্তিশালী হলেও। দ্রুত মিসাইল ছুড়তে পারে ক্ষমতা দিক থেকে সি উল্ফের মতো মিসাইলও পিছিয়ে পরবে এই সাবমেরিনের কাছে।
ভার্জিনিয়া ক্লাস (Virginia class): ভার্জিনিয়া সি উল্ফের মতো শক্তিশালী না হলেও এটি ভয়ঙ্কর সাবমেরিনের মধ্যে ধরা হয়।এই সাবমেরিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল যে এটি দ্রুত মিসাইল ছুড়তে পারে যা সি উল্ফের মিসাইল করতে পারে না।এই সাবমেরিনটির লস এঞ্জেলস ক্লাস সাবমেরিনকের সামান্য পরিবর্তন আর পরিবর্ধন রূপ। যার গতিবেগ সর্বোচ্চ ২৫ নট এবং এটি সর্বোচ্চ ২৫০ মি(৮০০ ফুট) ডুবতে পারে।যার হলে এই সাবমেরিনটি অন্য সব সাবমেরিনের থেকে পিছিয়ে।
এই সাবমেরিনটির মধ্যে আছে পাম্প জেট যা এর শব্দকে কমিয়ে আনতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ৬ টু স্ফেরিকাল বো সোনার ও ২ টি টোড সোনার।
ভার্জিনিয়াতে ভিএলএস টিউব বা ভার্টিকাল লঞ্চিং সিস্টেম থাকায় এটি খুব দ্রুত মিসাইল ছুড়তে পারে। এই সাবমেরিনটিতে রয়েছে ২৭ টি অস্ত্রাদি যা জাহাজে অবস্থিত ৪ টি টর্পেডো টিউব এবং ১২ টি ভিএলএস টিউব দিয়ে ছোড়া হয়। এছাড়াও যে কোন সোর্স থেকে তথ্য আনতে যোগার করার জন্য সোনার টার্গেটিং সিস্টেমও উপস্থিত আছে এই সাবমেরিনটিতে।
এই সাবমেরিনটি অন্য সব সাবমেরিনের তুলনায় বেশি বড়সর ক্রু প্রয়োজন, প্রায় ১৩০ জনেরও বেশি।এবং এই সাবমেরিনটির খরচ প্রায় ২.৫ বিলিয়ন ডলার পার ইউনিট। এই ক্লাসের মোট ১১ টি সাবমেরিন একটিভ রয়েছে আমেরিকার নৌবাহিনীতে এবং আর ৮ টি তৈরি করা হচ্ছে।