পৃথিবী

পৃথিবীর যে ৫ টি স্থানের উপর থেকে বিমান গেলে আর খুঁজে পাওয়া যায়না

নিউজ ডেস্কঃ বিমান নিখোঁজ! হঠাত্ কোনও খবর নেই! সব যোগাযোগ বিচ্ছিন্ন। কতজন যাত্রী ছিল? খবর ছড়িয়ে পড়ে দ্রুত! আশা আর আতঙ্কের চলাচল। কখনও হারানো বিমান ফিরে এসেছে নিরাপদে। কখনও হারিয়ে গেছে চিরতরে। রয়েই গেছে তার রহস্য। কখনও বা উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ। এমনই কয়েকটা ঘটনা, যা আলোড়ন তুলেছে নানান সময়ে।

১. ১৯৩৭ সালের ২ জুলাইয়ে পাইওনারিং আমেরিকান এভিয়েটর ‘এমেলিয়া ইয়ারহার্ট’ পৃথিবী প্রদিক্ষণকালে তাঁর সহকর্মীকে নিয়ে উধাও হন। বেশিরভাগ মানুষ মনে করেন, পর্যাপ্ত জ্বালানির অভাবে তার প্লেনটি সমুদ্রে আছড়ে পড়ে।

২. ১৯৪৪ সালে জনপ্রিয় বিগ ব্যান্ড লিডার ‘গ্লেন মিলার’ আমেরিকার আর্ম ফোর্স-এ স্ট্রিং পারফর্মেন্সের জন্য যান। ঠিক তার পরেরদিন প্যারিস যাওয়ার সময় ইংলিশ চ্যানেলের উপর থেকে তাঁর প্লেনটি উধাও হয়ে যায়।

৩. ১৯৪৫ সালে প্রথম বারমুডা ট্রায়েঙ্গেলের আবির্ভাব ঘটে। ঘটনাটি ছিল ১৪ জন নৌবাহিনীর ট্রেইনির। অভিজ্ঞ পাইলট চার্লস ফ্লোরিডা থেকে গন্তব্যের দিকে যাওয়ার সময় বারমুডার উপর থেকে প্লেনসহ হারিয়ে যান।

৪. ১৯৪৭ সালে আর্জেন্টিনা থেকে স্যান্টিয়াগো যাওয়ার সময় ব্রিটিশ সাউথ এয়ারওয়েজ এর ‘স্টার ডাস্ট’ বিমানটি আন্দিজ পর্বতের উপর আঘাত হানে এবং গন্তব্যে পৌছতে পারেনি। গবেষণায় বলা হয়, ভিনগ্রহের কোন যন্ত্রের মাধ্যমে বিমানটিতে আঘাত ঘটানো হয়েছিল।

৫.১৯৪৮ সালে আবারও ব্রিটিশ সাউথ এয়ারওয়েজ এর ‘স্টার টাইগার’ বিমানটি বারমুডা ট্রায়াঙ্গেলের উপর থেকে হারিয়ে যায়। বিমানটি খুবই খারাপ আবহাওয়ার মধ্যে যাত্রা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published.