পৃথিবী

টাকার অভাবের জন্যই পুরনো রাইফেল ক্রয়!

নিউজ ডেস্কঃ আত্মনির্ভর প্রকল্পে বা মেক ইন ইন্ডিয়া নীতিতে ইতিমধ্যে ভারতবর্ষের কাছে বেশ কিছু টেকনোলোজি হাত এসেছে। ভবিষ্যতে আরও বিভিন্ন উন্নত টেকনোলোজি বিদেশ থেকে আসতে পারে। বিশেষ করে ইউরোপ থেকে শুরু করে রাশিয়া এবং আমেরিকার টেকনোলোজি হাতে আসতে পারে। আর তাতে লাভ হবে সেনাবাহিনীর। কারন বিদেশ থেকে এই টেকনোলোজি হাতে আসলে পরবর্তীকালে ভারতবর্ষের মাটিতে দেশীয়ভাবেই এই অস্ত্র গুলি তৈরি করে সেনাবাহিনীর হাতে আসার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যেতে পারে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভারতের সেনাবাহিনীর Dragunov Sniper Rifle গুলিকে আপগ্রেড করার জন্য এক প্রস্তাব দিয়েছে রাশিয়া। সর্বাধিক ব্যবহারকারী রাইফেলের মধ্যে এটি হল একটি রাইফেল যা সেনাবাহিনীর সবথেকে বেশি ব্যবহার করে।

১৯৯০ সালে ভারতের সেনাবাহিনীর হাতে এই বিশেষ রাইফেলটি আসে। অন্যান্য অত্যাধুনিক রাইফেলের সাথে তুলনা করলে এই রাইফেলের বেশ কিছু অসুবিধা রয়েছে। Dragunov Sniper Rifleটি পুরনো প্রযুক্তির হয়েগেছে আর সেই কারনে এগুলিকে আপগ্রেড করা প্রয়োজন।

আর এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য রাশিয়া একটি নতুন অফার দিয়েছে। তাহল বিশেষ প্যাকেজের বদলে এই রাইফেল গুলিকে আপগ্রেড করে দেওয়ার জন্য। এতে কিছুটা হলেও রাজি আছে ভারতের সেনাবাহিনী। কারন একটি নতুন রাইফেলের দামে ৪ টি পুরনো রাইফেল আপগ্রেড করা সম্ভব।পাশাপাশি ভারত চাইলে রাশিয়ার সহযোগীতায় স্বদেশী ভাবে ভারতীয় কোম্পানিতে এর আপগ্রেডেশন  করানো যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published.