ভারত

ব্রহ্মসের এয়ার ভার্সনের রেঞ্জ কতোটা বৃদ্ধি পাচ্ছে?

নিউজ ডেস্কঃ ব্রহ্মস মিসাইল যে ঘাতক এবং ভয়ঙ্কর রূপ ধারন করতে চলেছে ভবিষ্যতে তা ইতিমধ্যে একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে। পাশাপাশি প্রচুর দেশকে এই মিসাইল রপ্তানি করা হতে চলেছে। তবে এই মিসাইলের রেঞ্জ যে খুব শীঘ্রই বৃদ্ধি পাচ্ছে তা একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে।

ভারত নিজের এয়ার লঞ্চড ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের রেঞ্জ ৩০০কিমি থেকে বৃদ্ধি করে ৮০০কিমি করার কাজ করছে। ভিরিয়েন্টটি প্রথম টেস্টিং এর থেকে দুরে নয়। জামিয়ে রাখা ভালো যে সুখোই ও ব্রাহ্মোস একত্রে ৪০০০কিমি দুর পথ অতিক্রম করে টার্গেট হিট করতে পারে।

এই ক্ষমতা ইতিমধ্যে ৪০টি সুখোই লাভ করেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। ব্রাহ্মোসের রেঞ্জ ৮০০কিমি হলে ভারত মহাসাগরে ভারতের একাধিপত্য আরও মজবুত হবে। ভারত শত্রুর যুদ্ধ জাহাজে স্ট্রাইক করবে শত্রুর ধরা ছোয়ার নাগালের বাইরে থেকে। এয়ারক্রাফট ক্যরিয়ারের যুদ্ধবিমানই শুধু এখন ৩০০কিমি এয়ারলঞ্চড ব্রাহ্মোসকে একটু চ্যলেঞ্জ ছুড়ে দিতে পারে। ব্রাহ্মোসের রেঞ্জ ৮০০কিমি হলে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে বলে মত সামরিক বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published.