রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কেন ক্রয় করল আমেরিকা? কি এমন কারন রয়েছে এর পেছনে?
নিউজ ডেস্কঃ আমেরিকার থেকে রাশিয়া অনেক জায়গায় অনেক এগিয়ে তা একাধিক ক্ষেত্রে প্রমান পাওয়া গেছে। বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম যেকোনো সময় অ্যামেরিকাকে বিপদে ফেলতে পারে। কিছুদিন আগেই আমেরিকার এক ড্রোন নিজেদের দখলে নেয় রাশিয়া।
কিছু মাস আগে ইউক্রেন তার S-300 এয়ারডিফেন্স সিস্টেম আমেরিকা কে বিক্রি করে এবং বদলে অবসরে যাওয়া S-125 সিস্টেম কে সার্ভিসে আনবে।
তবে S-300 যে আমেরিকার কাছে নতুন তা নয়, ব্যাপারটা হচ্ছে গ্রীস ও বুলগেরিয়ার S-300 আমেরিকা বহু আগে থেকেই ব্যবহার করছে তবে এগুলো PMU/ PMU-1 ভার্সন যা পুরোনো ভার্সন। ইউক্রেনের কাছে বর্তমানে S-300 এর আপগ্রেডেড ভার্সন S-300 PS এবং S-300V রয়েছে, এর উপরে বেসড করেই চীনের HQ-9 তৈরি হয়েছে। আমেরিকা এই পুরো সিস্টেম ক্রয় করে অ্যনালিসিস করবে।
১৯৭৮ সালে প্রথম সার্ভিসে আসে এস ৩০০। ২০০৫ সাল পর্যন্ত এর বিভিন্ন ডিসাইনের উপর কাজ করেছে তারা। তবে ২০১১ সালের পর এটি আর নতুন করে তৈরি করা হয়নি। রাশিয়া ছাড়াও আলজেরিয়া, আর্মেনিয়া, বুলগেরিয়া, চীন, ইজিপ্ট, গ্রীসের মত প্রচুর দেশ ব্যবহার করেছে।