ভারতবর্ষকে ফুল ট্রান্সফার টেকনোলজিতে দিতে চলেছে ফ্রান্স!
নিউজ ডেস্কঃ ভারতের সাথে ফ্রান্সের বন্ধুত্ব নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। ইতিমধ্যে ভারতকে ফ্রান্স রাফালে দেওয়ার পর অনেক দেশেরই চিন্তার কারনে হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পাকিস্তানের। কারনে ফ্রান্সের রাফালের সাথে টক্কর দেওয়ার মতো যুদ্ধবিমান তাদের হাতে নেই, আর সেই কারনে তারা ইতিমধ্যে চীনের থেকে নতুন যুদ্ধবিমান ক্রয় করার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। তবে ফ্রান্স শুধু রাফালে নয় আরও কিছু যুদ্ধাস্ত্র দিতে চায় সেনাবাহিনীকে। পাশাপাশি টেকনোলোজিও হস্তান্তর করবে বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয় ভারতের কোনো শত্রু দেশকে তারা অস্ত্র বিক্রি করবেনা বলেও জানিয়েছে।
ফ্রান্স “মেক ইন ইন্ডিয়া” নীতিতে ফুল ট্রান্সফার অফ টেকনোলজি সহ তাদের প্যান্থার মিডিয়াম ইউটিলিটি হেলিকপ্টারের ১০০% অ্যাসেম্বল লাইন এবং ড্যাসল্ট রাফায়েলের ৭০% অ্যাসেম্বল লাইন ভারতে তৈরি করার জন্য ইতিমধ্যে অফার করেছে। এছাড়াও ফ্রান্স জানিয়েছে ভারতকে যেসব ডিফেন্স টেকনোলজি দেওয়া হবে তা ভারতের শত্রু কোনদেশ কে দেওয়া হবে না।