ভারত

দেশের বাইরেও বিমানঘাঁটি রয়েছে ভারতবর্ষের। কোন দেশে আছে জানেন?

নিউজ ডেস্কঃ দীর্ঘ ৮০ বছরের বেশি সময় ধরে ভারতবর্ষের আকাশসীমাকে সুরক্ষা দিয়ে আসছে ভারতের বিমানবাহিনী। ভারতবর্ষের প্রথম দেশীয় প্রযুক্তির বিমান ভারতবর্ষের বায়ুসেনাই ব্যবহার করেছিল। ভারতবর্ষের দেশ স্বাধীনের বেশ কয়েক বছর ভারতের বায়ুসেনা দেশের আকাশকে সুরক্ষা দিয়ে আসছে। ভারতবর্ষের বিমানবাহিনী এমন বেশ ভুমিকা আছে ভারতবর্ষের জন্য যা জানার পর ভারতীয় বায়ুসেনার প্রতি শ্রদ্ধায় অবনত হবেন আপনিও।

ফ্লাইং অফিসার নির্মলজিৎ সেখোঁকে ১৯৭১ সালের পাক যুদ্ধের সময় দেওয়া হয়েছিল তার অসামান্য বীরত্বের জন্য মরণোত্তর পরমবীর চক্র। তিনি এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনার একমাত্র যোদ্ধা যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান পেয়েছেন।

শুধু দেশেই নয় দেশের বাইরেও ভারতীয় বায়ুসেনার একটি ঘাঁটি রয়েছে যা তাজাকিস্তানের ফরখারের কাছে অবস্থিত। এটি ভারতীয় বায়ুসেনার দেশের বাইরে অবস্থিত একমাত্র ঘাঁটি। যা যেকোনো সময় আফগানিস্থানের ভীত নড়িয়ে দিতে পারে।

ভারতীয় বায়ুসেনার নিজস্ব একটি মিউজিয়াম রয়েছে যা নয়াদিল্লিতে অবস্থিত। যেখানে ১৯৩২ সাল থেকে আজ পর্যন্ত বিমানবাহিনীর ব্যবহৃত বিমানের বিভিন্ন মডেলের সরঞ্জাম রাখা রয়েছে। মিউজিয়ামটি দিল্লির পালামে অবস্থিত। 

আমেরিকা, রাশিয়া ও চীন ১৩৮০ টিরও বেশি যুদ্ধবিমান এ বলীয়ান ভারতের আগে রয়েছে। অর্থাৎ শক্তির দিক থেকে ভারতীয় বায়ুসেনার স্থান চতুর্থ।

বন্যাকবলিত উত্তরাখণ্ডে প্রায় কুড়ি হাজারেরও বেশি মানুষকে বাঁচিয়ে বিশ্ব রেকর্ড করেছে “মিশন রাহাত”। ২০১৩ সালে উত্তরাখণ্ড যে ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল সেই বন্যায় আক্রান্তদের উদ্ধারে ভারতীয় বিমানবাহিনী যে অভিযান চালিয়েছিল তাই সবথেকে বড় অসামরিক উদ্ধার কার্য ইতিহাসের পাতায় উজ্জল।

পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় বলেন দেশের প্রথম মহিলা এয়ার মার্শাল যিনি এভিয়েশন মেডিসিনেরও পথিকৃত।

গরুড় কমান্ডো ফোর্স ভারতীয় বায়ুসেনার এক বিশেষ বাহিনী যা ২০০৪ সালে তৈরি হয়। এই বাহিনীতে যোগ দেওয়ার প্রশিক্ষণ ইন্ডিয়ার স্পেশাল ফোর্স গুলির মধ্যে সবথেকে দীর্ঘকালীন। গরুর বাহিনীতে যোগ দেওয়ার জন্য একজন বায়ুসেনা অন্তত তিন বছরের প্রশিক্ষণ নিতে হয়। কমান্ডো বাহিনী গুলির মধ্যে এই বাহিনী নবতর। দেশের গুরুত্বপূর্ণ বায়ুঘাটিগুলিকে সদা সর্বদা সতর্ক ভাবে নিরাপদ রাখে এই স্পেশাল ফোর্স।

বিশ্ব তথা এশিয়া মহাদেশের মধ্যে অষ্টম বৃহত্তর এয়ারবেস রয়েছে গাজিয়াবাদে যার নাম হিন্দোন এয়ারফোর্স স্টেশন। 

ভারতীয় বায়ুসেনার গর্ব ফিল্ড মার্শাল স্যাম মানেকশর পর ফাইভস্টার রাঙ্কিং পেয়েছেন একমাত্র মিলিটারি অফিসার অর্জুন সিং।

ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা এ বছরেই ঘোষণা করেছেন মহিলা পাইলটরা ওড়াতে পারবেন ভারতীয় যুদ্ধবিমান। এতদিন যুদ্ধবিমান ওড়ানোর ক্ষেত্রে একচ্ছত্র অধিকার ছিল শুধুমাত্র পুরুষ পাইলটদেরই কিন্তু এবার থেকে মহিলা পাইলটরাও ওড়াতে পারবেন ভারতীয় যুদ্ধবিমান।

Leave a Reply

Your email address will not be published.