ভারতবর্ষ যুদ্ধজাহাজে কেন ইসরায়েলের রেডার ইন্সটল?
নিউজ ডেস্কঃ ভারত মহাসাগর থেকে শুরু করে দক্ষিন চীন সাগরে চীনের উপর নজরদারি বেড়েই চলেছে একাধিক দেশের। পাশাপাশি চীনের উপর নজরদারি বাড়িয়েছে ভারতবর্ষও, কারন জলসীমাতে চীনকে আটকানো অনেকটা সহজ ভারতবর্ষের পক্ষে। আর সেই কারনে বেশ কিছু যুদ্ধজাহাজ সার্ভিসে আসছে ভারতবর্ষের নৌসেনাতে। কিছুমাস আগেই ভারতবর্ষের নৌবাহিনীর হাতে পেয়েছে ভারতবর্ষের দেশীয় প্রযুক্তির তৈরি প্রথম রণতরী আই এন এস ভিক্রান্ত। এই যুদ্ধজাহাজটিতে একের পর এক অত্যাধুনিক টেকনোলোজি ইন্সটল করা হচ্ছে।
আইএনএস ভিক্রান্ত বর্তমানে দুটি প্রধান রেডার বহন করছে যা শত্রুপক্ষের এয়ার এক্টিভিটিকে সহজেই ধরতে সক্ষম।
যুদ্ধজাহাজটিতে প্রধান রেডার সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে ইসরায়েলের এস ব্র্যান্ড এসা রেডার। ইসরায়েলের EL/M-2248 MF-STAR বেশ অত্যাধুনিক রেডার যা শত্রুপক্ষের যেকোনো ছোটোখাটো এয়ার এক্টিভিটিকে ৪৫০কিমি দূর থেকে শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি সি স্কিমিং মিসাইলকে ২৫কিমি দূর থেকে শনাক্ত করতে পারে। (হরাইজনের সমস্যার কারনে সব রেডারের এই সীমাবদ্ধতা থাকে)।
দ্বিতীয় রেডারটি ইতালির থেকে নেওয়া হয়েছে বিশেষত এয়ার সারভিলেন্সের জন্য। ইতালির RAN-40L শত্রুপক্ষের স্টেলথ ক্ষমতাকে সহজে শনাক্ত করতে পারে। এই বিশেষ রেডারটি সাধারন মানের যুদ্ধবিমানকে ৪০০ কিমি দূর থেকে শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি এর ভলিউম সার্চ ক্ষমতা রয়েছে।