ভারত

সামরিক অস্ত্র তৈরি করার ক্ষেত্রে আর ধর্মঘট ডাকতে পারবেনা কর্মীরা

নিউজ ডেস্কঃ OFB বা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। ভারতবর্ষের সেনাবাহিনীর মেরুদণ্ড। যুদ্ধের সময় সবথেকে বেশির দরকার পরে এই সরকারই সংস্থার। তবে এই সংস্থার কারনে একাধিক সময় বিরাটভাবে নাজেহাল হতে হয়েছে ভারতের সেনাবাহিনীকে। কারন এদের সম্পর্কে প্রশ্ন তোলা মানেই হরতাল। আর চলতে থাকা অরাজকতা থেকে বেরিয়ে আসতে ইতিমধ্যে সরকার একাধিক পদক্ষেপ গ্রহন করেছে।

লোকসভা পাশ হয়েছে “Essential Defence services Bill 2021”.।  প্রচুর বিরোধী দল এই বিলের বিরোধিতা করেও আটকাতে পারেনি। সত্যি কথা বলতে কি এই বিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। 

আসলে এই বিল কি?

আসলে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কর্মচারীরা মাঝে মধ্যে স্ট্রাইক করে থাকেন, তবে ভবিষ্যতে তা আর করতে পারবেন না। ভারত-চীন সংঘর্ষের সময় এরা স্ট্রাইক করেছিল যা সেনাবাহিনীকে বিরাটভাবে বিপদে ফেলেছিল। কিন্তু সেইসময় সেনাবাহিনীর কাছে তাড়াতাড়ি যুদ্ধাস্ত্র পৌঁছানো দরকার ছিল। ২০২০ র জুন মাসে এই সংস্থাকে কর্পোরেটাইজেশন করার ঘোষনা করা হয় এর ফলে দেশ জুড়ে ৪১ টি OFB কে ৭ টি ভাগে ভাগ করা হবে।কিন্তু এরপর যথারীতি OFB ইউনিয়ন স্ট্রাইকের সিদ্ধান্ত নেয়। আর সেই কারনে  এই বিল খুব প্রয়োজনীয় ছিল।

আর এই বিলের কারনে এবার ৪১ টি OFB এর ৭০০০০ কর্মচারী আর স্ট্রাইকে করতে পারবে না, যদি কেউ কর্ণপাত না করে সেক্ষেত্রে সরকার ব্যান লাগিয়ে দিতে পারে, বা সোজা কথায় সেইসব কর্মচারীর চাকরি চলে যাবে। এর আগে সেনাবাহিনী OFB এর অনেক ইকুইপমেন্ট নিয়ে একাধিক অভিযোগ করেছে তবে যখনই সরকার কোন পদক্ষেপ গ্রহন করতে গেছে OFB স্ট্রাইক ডেকে দিয়েছে, তবে এবার থেকে তা আর করা সম্ভব হবেনা।

দুর্ভাগ্যের বিষয় যে এতদিন এই বিল ছিল না।

Leave a Reply

Your email address will not be published.