ভারত

চীনের বিরুদ্ধে LAC তে পৌছাতে আরো সহজ হয়েছে ভারতীয় সেনার কাছে

নিউজ ডেস্কঃ চীনের মাথা ব্যাথার কারন হল যে ভারতের রাস্তা নির্মাণ তা একাধিকবার স্পষ্ট। এবং সেই কারনে বেশ কিছুদিন আগে থেকেই যে ঝামেলার জন্য তৈরি হচ্ছিল চীন তা বলাই বাহুল্য।

এবং এর প্রধান কারন হল গালওয়ান নদীর উপর সেতু নির্মাণ। সেই ৬০ মিটার সেতু নির্মাণের কাজ শেষ করেছে ভারতীয় আর্মির ইঞ্জিনিয়াররা। এই সেতুটি দৌলতবেগ ওল্ডি থেকে দারবুক পর্যন্ত ভারতীয় আর্মির তৈরী অতি গুরুত্বপূর্ণ ২৫৫ কিলোমিটার রাস্তাকে সংযুক্ত করবে। যার ফলে LAC তে পৌছানো আরো সহজ হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published.