১ হাজার ৮০০ কোটি টাকা খরচ। ভয়ঙ্কর মিসাইল ইন্সটল ভারতীয় যুদ্ধজাহাজে
নিউজ ডেস্কঃ আগামি ১০ বছরের মধ্যে যে ভারতের নৌবাহিনী পৃথিবীর অন্যতম সেরা নৌবাহিনী হবে ইতিমধ্যে তা জানানো হয়েছে। আর সেই কারনে বিরাট পরিমাণে অর্থ বাজেট হিসাবে ঘোষণা করা হয়েছে। তবে ২০২৫ এর মধ্যেই বেশিরভাগ দেশীয় যুদ্ধজাহাজকে বিধ্বংসী রুপ দিতে প্রচুর পরিমাণে মিসাইল ইন্সটল করা হচ্ছে।
ভারতীয় নৌবাহিনী তাদের পরবর্তী প্রজন্মের বিশখাপত্তনম ক্লাস ডেসট্রয়ারের জন্য এক্সটেন্ড রেঞ্জ ব্রহ্মস সুপারসনিক মিসাইলের অর্ডার দিতে চলেছে। প্রথম ধাপে মোট ৩৮ টি এই ধরনের ব্রহ্মস ক্রয় করা হবে,যার জন্য নৌবাহিনীর খরচ হবে ₹১৮০০ কোটি টাকা। এই ধরনের ব্রহ্মস গুলির রেঞ্জ সাড়ে চারশ কিলোমিটার বা তারও বেশি হতে চলেছে।