ভারত

ভারতবর্ষের সাবমেরিন হান্টার নিয়ে কেন চিন্তায় রয়েছে চীন?

নিউজ ডেস্কঃ যুদ্ধের আবহে ভারতবর্ষের চুক্তি সম্পন্ন করল আমেরিকার বোয়িং। চীনের সাবমেরিন গুলির উপর নজর রাখতে আমেরিকার থেকে সাবমেরিন হান্টার ক্রয়ের চুক্তি করেছিল ভারতবর্ষ। মোট ১২ টি এই বিমান ক্রয় করার চুক্তি করা হয়। যা এতদিন ধরে ভারতবর্ষের হাতে আসছিল।

রাশিয়া- ইউক্রেন যুদ্ধের আবহে ১২তম তথা শেষ পি-০৮আই এর ডেলিভারি ভারতীয় নৌবাহিনীকে দিয়েছে বোয়িং। শেষ হল ভারতের অর্ডার করা অতিরিক্ত ৪টি পি-০৮আই এর ডেলিভারি। এবার অতিরিক্ত ৬টি পি-০৮আই এর অর্ডার হওয়ার কথা চলছে দুই দেশের মধ্যে। এই সাবমেরিন হান্টার গুলির সার্ভিসে থাকলে তা চীনের সাবমেরিন গুলির জন্য যে কত বড় দুঃস্বপ্ন তা আর নতুন করে কিছু বলার নেই।

Leave a Reply

Your email address will not be published.