ভারতবর্ষের পাইলটদের থেকে আমেরিকান রা কত গুন বেশী মাসিক বেতন পায় জানেন?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের বিমানবাহিনী থেকে প্রায়শয় প্রচুর পরিমানে কাজ ছেরে দেন। একাধিক কারন সামনে আসতে দেখা যায়। বিশেষ করে মিগ ২১ র মতো যুদ্ধবিমান যে এক বিরাট বড় কারন তা আর নতুন করে কিছু বলার নেই। কারন এই যুদ্ধবিমান হল ফ্লাইং কফিন। অর্থাৎ এই যুদ্ধবিমান গুলিতে পাইলটের বসা মানে জীবনের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আজ পর্যন্ত প্রচুর পাইলট প্রান হারিয়েছে এই যুদ্ধবিমানের কারনে তবুও সার্ভিসে রেখা দেওয়া হয়েছে, আর সেই কারনে প্রচুর পাইলট ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে অবসর নিয়ে প্রাইভেট সংস্থাতে চাকরি নিয়ে থাকেন। তবে শুধু যে জীবনের ঝুঁকি তা কিন্তু নয়। পাশাপাশি ভারতবর্ষের বিমানবাহিনীর পাইলটদের মাসিক বেতন বেশ কম আর এটি একটি বিরাট বড় কারন।
সেই জায়গায় পৃথিবীর বহু দেশের পাইলটদের মাসিক বেতন কিন্তু অনেকটাই। অর্থাৎ যদি আমেরিকার সাথে তুলনা করা হয় তাহলে ভারতবর্ষের পাইলটদেরদের কে ৩০ ভাগের এক ভাগ বেতন পেয়ে থাকেন। অর্থাৎ ভারতবর্ষের পাইলটদের মাসিক বেতন সর্বচ্চ ২,৫০,০০০ সেখানে আমেরিকার একটি সি-১৭ গ্লোবমাস্টার ৩ এর পাইলটের গড় মাইনে $১১৭০০০! ভারতীয় মূদ্রায় ৮,৫৯৯,৫০০রূপি। অর্থাৎ পার্থক্যটা বুঝতেই পারছেন।