ভারত

আমেরিকা থেকে আরও ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র ক্রয় করছে ভারতবর্ষ!

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সাথে আসতে আসতে যে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে তা আর নতুন করে কিছু বলার নেই। তবে তা এখনও মানতে রাজি নয় আমেরিকার বেশ কিছু রাজনীতিবিদ। আর সেই কারনে ভারতবর্ষের উপর চাপ বৃদ্ধি করতে চাইছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে। আর সেই কারনে ভারতবর্ষকে আমেরিকার থেকে আরও যুদ্ধাস্ত্র ক্রয় করতে বলছে।

ভারত আমেরিকা থেকে প্রায় $২৫বিলিয়নের অস্ত্র গত কয়েক বছরে ক্রয় করেছে। তারপরও ভারতের রুশ নির্ভরতা কমেনি বলে মনে করছে পেন্টাগন। এই কারনে ভারতকে $৫০০মিলিয়ন মূল্যের অস্ত্র দিতে চাইছে পেন্টাগন।  এটা সম্পূর্ণ এইড! যেটা ভারতের শরীরে আগামী দিনে এইডসের রূপ নিতে পারে বলে একাধিক সুত্রের খবর।

আশা করা হচ্ছে ভারত এই অফার ফিরিয়ে দেবে। ভারতবর্ষ আর পাকিস্তান এক নয় সেটা বারংবার আমেরিকা ভুলে যায়। এইড কি? প্রতিটা ফ্রি এর একটা বড় ছায়া থাকে। যা সাধারণ মানুষের চোখে পড়ে না। এই $৫০০মিলিয়ন দিয়ে ভারতের সার্বভৌমত্ব বিক্রি করা যাবে না।

রুশ বা আমেরিকার অস্ত্র নয়। এই ৫০০মিলিয়ন ভারত নিজের অস্ত্রের অর্ডার দিক। আমেরিকা বা রাশিয়া নয়। দেশ হোক আত্মনির্ভর। ভবিষ্যতের যুদ্ধ লড়তে হবে ১০০শতাংশ দেশীয় অস্ত্রে।

Leave a Reply

Your email address will not be published.