“নেত্রা মার্ক” ২। পৃথিবীর অন্যতম সেরা টেকনোলোজি ভারতবর্ষে
নিউজ ডেস্কঃ পাকিস্তানের বিরুদ্ধে সারজিক্যাল স্ট্রাইকে এক বিরাট ভূমিকা নিয়েছিল ভারতের হাতে থাকা আওাক্স। আর তার পর বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে ভারতের বায়ুসেনা যে আওাক্সের গুরত্ব কতোটা আধুনিক যুদ্ধে। আর সেই কারনে ভারতের হাতে বেশ কিছু আওাক্স আসতে চলেছে, তবে এবার দেশীয় প্রযুক্তির আওাক্স ও হাতে পাবে বায়ুসেনা। যা পৃথিবীর অন্যতম সেরা টেকনোলোজি দিয়ে তৈরি হতে চলেছে।
“নেত্রা মার্ক” ২ বা “এ্যওয়াক্স ইন্ডিয়া” প্রোজেক্ট আজ থেকে বেশ কয়েকবছর আগেই শুরু হয়েছে যা ভারতের দ্বিতীয় আওাক্স প্রোজেক্ট। আর এটি পৃথিবীর অন্যতম সেরা আওাক্স হতে চলেছে, কারন এটি তৈরি হচ্ছে পুরো দেশীয় প্রজুক্তিতে। আওক্সটির বিরাট মাপের রেডার ডোমটি বানিয়েছে Centre for Airborne Systems (CABS) এর ব্যঙ্গালোরের টিম। এর এক একটি অ্যান্টেনাতে ২৪৮ টি বিরাট ক্ষমতা যুক্ত TRMM থাকতে চলেছে। এবং এই আওাক্সটিতে ৮ টি বিশেষ অ্যান্টেনা থাকতে চলেছে যার প্রতি অ্যান্টেনাতে ২৪৮ টি TRM থাকবে অর্থাৎ (২৪৮×৮) × ৪ = ৭৯৩৬টি TRM থাকবে পুরো রেডার ডোমে।
আর প্রতিটি GaN দিয়ে তৈরি হবে। ফ্রিকুয়েন্সি হবে L Band (LPR)।LPR = lower Probability of Interception।
শত্রুপক্ষের গতিবিধি নজর রাখা আরও সহজ হয়ে যাবে ভারতের বায়ুসেনার জন্য। কারন এই রেডারের অর্থাৎ রেডারের ফ্রিকুয়েন্সি ধরে শত্রুর প্যসিভ সেন্সার সহজে এ্যওয়াক্সের অবস্থান নির্ণয় করতে পারবে না।
৬০০ কিমি রেঞ্জের মধ্যে যুদ্ধবিমানের জন্য কিছুই না এর আওাক্সের জন্য। পাশাপাশি অনেক দূর থেকেই ব্যালেস্টিক মিসাইল লঞ্চের আগাম সতর্ক বার্তা পেয়ে যাবে যা বিরাটভাবে কার্যকারী হতে চলেছে।