পৃথিবী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র তৈরি করছে জাপান। কেন জানেন?

নিউজ ডেস্ক   –  দীর্ঘ কয়েক বছর পর জাপানের মিলিটারি স্পেন্ডিংয়ের গ্রাফ হঠাৎই দেখা যাচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।  যদিও এর পেছনে রয়েছে যথেষ্ট কারণ।  জানা যাচ্ছে সম্প্রতি আমেরিকা গ্লোবাল ইস্যু এবং   গ্লোবাল প্রেজেন্সের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বর্তমানে আমেরিকান  ন্যাশনালিজের  দিকে অগ্রসর করছে।  পাশাপাশি গোটা বিশ্ব  বাইপোলার ওয়ার্ল্ড অর্ডার এর থেকে মাল্টিপল আরো ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডারের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই কারণেই রিজিওনাল ক্ল্যাস  এন্ড কনফ্লিক্টের  ফ্রিকোয়েন্সি বাড়াতে প্রথমে বিশ্বের পরাশক্তি পূর্ণ দেশগুলির কাছে সাহায্য চাইল তারা কোনো হস্তক্ষেপ না করায় বর্তমানে নিজের দেশের রক্ষা নিজেদেরই করতে হবে বিষয়টি খুব ভালো করে বুঝে গিয়েছিল জাপান। যার কারনে নিজেদের দেশে মিলিটারি স্পেন্ডিং বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং সেটি কার্যকর করে।   

উল্লেখ্য,  ইতিহাস বলে জাপানের সামুরাই বাহিনীর কারণে তার সামনে রীতিমতো মুখ খুলতে ভয় পেত  ব্রিটেন ,আমেরিকা ও রাশিয়ার মতোন দাপুটে দেশগুলি।  কিন্তু সকলকে কাঁপানোর দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন  পরাস্ত হাওয়ায় একপ্রকার যুদ্ধ-বিগ্রহ ভুলে গিয়ে প্রদেশ নির্ভর করত আমেরিকার উপর।  এমনকি সোজা কথায় বলতে গেলে সেই সময় জাপানকে নিয়ন্ত্রণে নিয়ে নিজের আঙুলের বসে ঘোড়াতো আমেরিকা।  সেই সময় অর্থাৎ টানা ৫০ বছর ধরে নিজের সর্বশক্তি খুইয়ে উত্তর কোরিয়া  এবং চীনের ভয়ে রীতিমতো থরথর করে কাঁপতে জাপান। কিন্তু অন্যদিকে আবার যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে   সেই ভাবে কোন প্রতিক্রিয়া না দেখা গেলেও ইকনোমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে বরাবরই নিজেদের রাশ টেনে ছিল জাপান।   যার কারণে গোটা দেশ দেখেছে আশি নব্বই-য়ের দশকে আমেরিকার   যখন অর্থনৈতিক ভারসাম্য একেবারে ভেঙে পড়েছিল তখন নিজেদের কারেন্সির ক্ষতি করে মেরুদন্ডের মতোন আমেরিকার পাশে খাড়া ছিল জাপান।  পরবর্তীতে জাপানের প্রয়োজনীয়তা আমেরিকা সহ কোন দেশ তার সাহায্যে উপস্থিত না থাকায় নিজেদের দেশের সাহায্য নিজেরাই করার জন্য এবার মিলিটারি স্পেন্ডিংয়ের বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে  সরকার।  

Leave a Reply

Your email address will not be published.